মুক্তিযুদ্ধের চেতনা

in #education6 years ago (edited)

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হয় । ত্রিশ লক্ষ শহীদ এর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জণ করি । আর এই মুক্তিযুদ্দ একটি চেতনা নিয়ে সংঘটিত হয়েছিল । যে চেতেনকে কেন্দ্র করে আমরা উন্নতির দিকে এগিয়ে চলছি । মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে চেতনা অর্জণ করেছে তাই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ।

মূলত ১৯৭১ সালের পর আমাদের যে সংস্কৃতি গড়ে উঠেছে তা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ফসল । আমাদের এই চেতনার শুরু ১৯৭১ নয়, বরং ১৯৫২ সালের ভাষা আন্দোলন । এরপর আমরা ১৯৫৪ সালের নির্বাচন, ৬৯ এর গণঅভভুথান এবং ৯০ এর গণতন্ত্র আন্দোলন এর মধ্যে দিয়ে এই চেতনা প্রকাশ করেছি ।

পরিশেষে বলা যাই যে আমাদের এই চেতনা পরিপূর্ণ করার জন্য দরকার বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি । এই জন্যই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেয়া দরকার ।

Sort:  

You got a 25.90% upvote from @sleeplesswhale courtesy of @carnation!

The force is with you! You got a 24.63% upvote from @steemyoda courtesy of @carnation!

You got a 52.42% upvote from @whalepromobot courtesy of @carnation!

You got a 32.52% upvote from @whalecreator courtesy of @carnation! Delegate your Steem Power to earn 100% payouts.

Thank you for using @entrust!

You got a 61.47% upvote from @entrust courtesy of @carnation!

Entrust is a bot focused on rewarding delegators and helping users promote their posts. We give 100% of the total rewards to the delegators with payouts will be given daily. If you would like to consider delegating to @entrust, we've made a quick delegation link for you :

1000 SP | 500 SP | 300 SP | 200 SP | 100 SP or visit our own tracker website for more information :

http://entrust.surge.sh/

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63945.57
ETH 3135.76
USDT 1.00
SBD 4.00