কাঠগড়া - Kathgora by Shamsul Arefin PDF Download

in #ebook2 years ago

images - 2022-05-18T165302.829.jpeg

বর্তমান যুগকে ‘বিজ্ঞানের যুগ’ বলা হয়ে থাকে। ‘বিজ্ঞানের যুগ’ বলেই হয়তো দেশের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠছে শত শত বিজ্ঞানলেখক এবং বিজ্ঞানবাজ সোশ্যাল মিডিয়া গ্রুপ। এরা বিজ্ঞানের নামে যা গেলাচ্ছে, তা যতটা না বিজ্ঞান, তার চেয়ে বেশি কলাবিজ্ঞান।

এদের বিজ্ঞান বুঝা আর পশ্চিমা একাডেমিক বিজ্ঞানী-দার্শনিকদের বিজ্ঞান বুঝার মাঝে আসমান-জমিন ফারাক। বিজ্ঞানের নামে অপবিজ্ঞান শেখানোর কূট-কৌশল নিয়েছে তারা।

এরা ইসলামকে বিজ্ঞানের মুখোমুখি দাঁড় করায়। বলে, বিজ্ঞান আর ইসলাম নাকি সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাহ কে অবৈজ্ঞানিক বলে অবজ্ঞা করে। ১৪০০ বছর পূর্বের জীবনবিধান নাকি এই ‘আধুনিক’ যুগে চলবে না।

অথচ ইসলাম একটি পূর্ণাঙ্গ এবং চির-আধুনিক জীবনবিধান। ইসলাম হচ্ছে সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত দ্বীন। আজকের বিজ্ঞানের জন্মের শত শত বছর পূর্বেই আমাদের রব তাঁর প্রিয়তম রাসূলের মাধ্যমে আমাদের সর্বাধুনিক বিজ্ঞান শিখিয়ে দিয়েছেন। আর তা হলো ইসলাম।

মানসাঙ্ক - Manosanko Shamsul Arefin PDF Download

ডা. শামসুল আরেফিন শক্তি, একজন শক্তিশালী মানুষ, দৈহিক শক্তির কথা বলছি না, ইসলামের দৃষ্টিকোন থেকে দেখলে তিনি সত্যি একজন শক্তিশালী মানুষ । প্রতিকূল পরিবেশে অবস্থান করার পর ও নিজের দ্বীনকে এখনো আকড়ে ধরে রেখেছেন ,যে ব্যক্তি হাজার প্রতিকূলতার পরও নিজের রব কে ভুলে যায়নি বরং প্রতি মুহুর্তে তাকে স্মরণ করেছে তিনিই তো সত্যিকারের শক্তিশালী মানুষ।

ডা. শামসুল আরেফিন শক্তি জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালে, সাদামাটাভাবে জীবন পার করা শামসুল আরেফীন শিক্ষাজীবন অতিবাহিত করেছেন ক্যাডেট কলেজে। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

Book Name: কাঠগড়া
Writer: শামসুল আরেফিন
File Size: 2 MB
Format: PDF
Location: Mega

Download Now

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60608.46
ETH 2637.09
USDT 1.00
SBD 2.62