টিউটোরিয়াল : UPVU -র Auto-DCA আর্নিং প্রজেক্টে কি ভাবে স্টিম ডেলিগেট করে উইকলি ক্রিপ্টো টোকেন আর্ন করবেন

in #earninglast year

আপনারা সবাই ইতিমধ্যে UPVU -র Auto-DCA আর্নিং প্রজেক্ট সম্পর্কে নিশ্চয়ই জেনে গিয়েছেন । যদি এখনো এ ব্যাপারে না জেনে থাকেন তো এখন থেকে বিস্তারিত জেনে নিন ।
[ক্লিক করুন এখানে]

আসলে এটা এমনই একটা অটোমোটেড স্টিম ডেলিগেশন প্রজেক্ট যেখানে আপনি আপনার স্টিম পাওয়ার ডেলিগেট করে ইথেরিয়াম ব্লকচেইনের মাধ্যমে ETH, BTC, USDT প্রভৃতি পপুলার ক্রিপ্টো কারেন্সী আর্ন করতে পারবেন । এটা একদমই একটা ১০০% প্রিন্সিপাল রিস্ক ফ্রী ইনভেস্টমেন্ট অপশন । কারণ, এখানে আপনি upvu-কে লিকুইড কোনো steem দিচ্ছেন না, শুধুমাত্র পাওয়ার ডেলিগেট করছেন । তাই আপনার ইনভেস্টেড steem এর কোনো রিস্ক নেই । তবে, স্টিমের দাম ওঠা নামার জন্য আপনার প্রিন্সিপাল ওঠা নামা করবে । কিন্তু, আপনার ইনভেস্টেড এমাউন্ট স্টিম সেম থাকবে ।

upvu শুধু আপনার ডেলিগেটেড পাওয়ারকে কাজে লাগিয়ে প্রত্যেক সপ্তাহে অথর ও কিউরেশন রিওয়ার্ড যেটা পাওয়া যাবে সেটাকে আপনার কাঙ্খিত ক্রিপ্টো টোকেনে আপনাকে প্রদান করবে । তাই এই সম্পূর্ণ রিস্ক ফ্রি অটোমোটেড ইনভেস্টমেন্ট সিস্টেমটি কাজে লাগিয়ে আপনি প্রত্যেক সপ্তাহে ETH, BTC, USDT প্রভৃতি পপুলার ক্রিপ্টো কারেন্সী আর্ন করতে পারবেন ।

তো চলুন দেখে নেওয়া যাক আজকের সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি । বুঝতে কোথাও প্রব্লেম হলে কমেন্ট বক্সে উল্লেখ করবেন ।

০১. প্রথমে https://upvu.org তে ঢুকে আপনার স্টিমিট একাউন্টটি লগইন করুন পোস্টিং কী দিয়ে । এরপরে ওয়ালেটে নেভিগেট করে EARN ট্যাবে ক্লিক করুন ।

০২. এই পেজে আপনি metamask address connect বাটনে ক্লিক করুন । একটা পপ আপ স্ক্রিন শো হবে যদি আপনার metamask এক্সটেনশনটি অলরেডি ইনস্টল করা থাকে । যদি না থাকে তো ক্রোম ওয়েবস্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন । তারপরে আপনার প্রথম ইথারিয়াম এডড্রেসটি create করে নেটওয়ার্ক "Arbitrum One" অ্যাড করে নিন ।

০৩. এরপরে metamask এ লগইন করে নেটওয়ার্কটি "Arbitrum One"-এ সুইচ করে নিন । যদি "Arbitrum One" অ্যাড করা না থাকে তো প্রথমে Add Network এ ক্লিক করে অ্যাড করে নিন ।

০৪. upvu-র metamask address connect বাটনে ক্লিক করার পরে এই ধাপটি হলো আপনার "Arbitrum One" নেটওয়ার্কের ETH এডড্রেসটি কানেক্ট করা । নিচের স্ক্রিনশটটির মতো একটি পপ আপ পেজ লোড হবে । আপনি কানেক্ট করতে এগ্রি করে NEXT বাটনে ক্লিক করুন ।

০৫. কানেকশন সাকসেসফুল হলে নিচের স্ক্রিনশটের মতো আপনার ওয়ালেটে metamask address টি অ্যাড হয়ে যাবে এবং connected লেখা শো করবে । Save বাটনে ক্লিক করে আপনার metamask address টি সেভ করে নিন ।

০৬. এবার ইনভেস্টমেন্ট এর পালা । Deposit SP এর নিচের ড্রপডাউন থেকে ETH সিলেক্ট করে delegation বাটনে ক্লিক করুন । একটা পপ আপ স্ক্রিন শো হবে । সেখানে Amount এর ঘরে আপনি কত স্টিম ডেলিগেট করতে চান সেই এমাউন্টটি লিখুন । লাস্টে Next বাটনে ক্লিক করুন । মনে রাখবেন মিনিমাম ডেলিগেশন এমাউন্ট ১০০০ স্টিম পাওয়ার ।

০৭. এরপরে আপনাকে একটা কনফার্মেশন স্ক্রিন শো করবে নিচের স্ক্রিনশটটির মতো । সব আরেকবার রিভিউ করুন । সব কিছু ঠিক থাকলে Confirm বাটনে ক্লিক করুন ।

০৮. এইবার ট্রানসাকশান অথোরাইজেশন এর পালা । আপনার active key দিয়ে ট্রানসাকশানটি approve করুন ।

০৯. ট্রানসাকশান approved হওয়ার পরে নিচের স্ক্রিনশটের মতো একটা মেসেজ শো করবে যে আপনার ডেলিগেশন সাকসেসফুল । Finish বাটনে ক্লিক করুন ।

**
১০. ইনভেস্টমেন্ট সাকসেসফুল । ডেলিগেশন এর সাত দিনের মধ্যে আনডেলিগেট করলে কোনো আর্নিং হবে না । আর আপনার ইনকামের হিস্ট্রি আপনি দেখতে পাবেন ডেলিগেশন এর সাত দিন পর থেকে । আর আপনার আর্নিংসটাও উইথড্র করতে পারবেন প্রত্যেক সপ্তাহে একবার ।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66541.28
ETH 3559.45
USDT 1.00
SBD 3.05