মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২১। ঘরে বসে আয় করুন সহজে

in #earn2 years ago (edited)

মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২১:
মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২১। ঘরে বসে আয় করুন সহজে, ব্লগিং, গুগল এডসেন্সে এপ্রুভাল, কম্পিউটার দিয়ে টাকা ইনকাম ২০২১

মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২১। ঘরে বসে আয় করুন সহজে আর গত পোস্টে আমি অনলাইনে টাকা আয় করার কিছু উপায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই পরবর্তী পর্ব। আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদের দৈনন্দিন ব্যাবহৃত মোবাইল ফোন দিয়ে টাকা করার উপায় নিয়ে কথা বলব।

শুরুরকথা:

বর্তমানে বিশ্বে মোবাইল ফোন ব্যাবহারকারীর সংখ্যা ৫.২২ বিলিয়ন এর বেশি। এমনকি বাংলাদেশেও এর ব্যাবহারকারীর সংখ্যা ১৬৫.৫৭ মিলিয়নের ও অধিক।
(২০২১ সালের মার্চ মাস পর্যন্ত) [তথ্যসূত্র: গুগল]

তাহলে বুঝতেই পারছেন মোবাইল ফোন ব্যাবহারকারীর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আর এখন সমাজের সকল স্তরের মানুষের কাছেই মোবাইল ফোনের ব্যাবহার নতুন কিছু নয়। তাই মোবাইলে টাকা আয় করাটাও এখন প্রায় সকলের আগ্রহের এক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আর তা যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্ষেত্রে হয়, তাহলে তো কথাই নেই। কেননা যে কেউই চায় তার নিজের থেকে কিছু একটা করার মাধ্যমে নিজের হাত খরচ নিজেই চালাতে, আর তা যদি নিজেদের নিত্য পরচিত জিনিস অর্থাৎ মোবাইলের মাধ্যমে হয় তাহলে তো কথাই নেই। তাই মোবাইলে টাকা আয় করার বিকল্প নেই। কিন্তু তা ভাবছেন, কিভাবে করবো?

আজ তো সে বিষয়েই আলোচনা করবো। তাই আর কথা না বাড়িয়ে চলে যাই মূল কথায়।

আরও পড়ুন: প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে আলোচনা

আরও একটু বলে নেই। আমি প্রায় সবসময়ই বলে থাকি যে, অনলাইনে টাকা আয় করার ক্ষেত্রে দুইটি দিক আসে। এগুলো হলো:

✘ সহজ কিন্তু ক্ষণস্থায়ী
✘ কিছুটা কঠিন কিন্তু দীর্ঘস্থায়ী

তাই, এখন সিদ্ধান্তটা আপনাদেরই। তবে বরাবরের মতো আমি এখনও আপনাদের পরামর্শ দিবো - একটু কষ্ট বেশি হলেউ, একটু সময় বেশি লাগলেও ধৈর্য্য ধরে কাজ করলেসফলতা আসবেই।

তারপরেও আপনাদের স্বার্থে সহজ এবং ক্ষণস্থায়ী কিছু মাধ্যম নিয়ে আলোচনা করবো। তবে আজকের আলোচনার মূল বিষয়ই হলো মোবাইল দিয়ে নিশ্চিত টাকা আয় করার উপায় নিয়ে।

আরো পড়ুন: খুলাফায়ে রাশেদিনের জীবনাদর্শ

মূলকথা:

ক্ষণস্থায়ী মাধ্যমগুলো:

মোবাইল দিয়ে টাকা ইনকামের উপায়- গুলোর মধ্যে অনেকেই আমরা অনলাইনে টাকা ইনকামের জন্য শর্টকাট অনেক পদ্ধতি খুঁজে থাকি। কিন্তু কিছুদিন অনেক ঘাটাঘাটি করে উপায়গুলো হয়তো আয়ত্ত করলেও সমস্যাটা দেখা দেয় কিছুদিনের মধ্যেই। কেননা সেইসব ওয়েবসাইট বা এপসগুলোতে কইছুদিন কাজ করার পর হয়তো পেমেন্ট দেয় না, এই সমস্যায় অনেককেই পড়তেই হয়।

এইসব উপায় হলো:

⇨ এড ক্লিক করে টাকা আয়:
অনেক ওয়েবসাইট আছে যেখানে এড ক্লিক করানোর মাধ্যমে টাকা প্রদান করা হয়ে থাকে।
⇨ Cointiply ওয়েবসাইট থেকে সার্ভে করে।
⇨ আরো অনেক ওয়েবসাইট যেমন: জেআইটি আর্নিং প্রোগ্রাম এর মতো অনেক ওয়েবসাইটে ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য কাজ করা যায়। ভিজিটর্স এনে অল্প সময়ে মোবাইলে টাকা ইনকাম করা যায়।

এছাড়াও অনেক অ্যাপস আছে যেগুলো থেকে রেফার করে বা গেম খেলে টাকা ইনকাম করা যায়।

দীর্ঘস্থায়ী মাধ্যমগুলো:

আজকের আর্টিকেলটার মূল উদ্দেশ্যই মোবাইল দিয়ে টাকা ইনকামের দীর্ঘস্থায়ী মাধ্যমগুলো নিয়ে আলোচনা করা।

১। ব্লগিং করে মোবাইল দিয়ে টাকা ইনকাম:

বর্তমান ইন্টারনেট দুনিয়ায় ব্লগিং এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এটি হতে পারে যেকোনো বিষয়ের, যেকোনো অভিজ্ঞতা নিয়ে লেখকের লেখা মনের ভাব।
আর গুগল এডসেন্সে এপ্রুভাল পাউয়ার মাধ্যমেই মূলত এর টাকা ইনকামের উপায়।

আরো পড়ুন: ব্লগিং করে টাকা ইনকামের উপায় ২০২২

২। ভিডিও বানিয়ে মোবাইল দিয়ে টাকা ইনকাম:

ইউটিউব থেকে টাকা ইনকাম করতে নিজের করা ভিডিও আপলোড ও গুগলের এডসেন্সের এপ্রুভাল পাউয়ার মাধ্যমে টাকা উপার্জন করা যায়।

আরো পড়ুন: অনলাইনে টাকা ইনকামের উপায়

৩। আউটসোর্সিং করে মোবাইল দিয়ে টাকা ইনকাম:

এখন আউটসোর্সিং করতে শুধু ডেস্কটপ বা ল্যাপটপই লাগে না। মোবাইল দিয়েও এখন খুব সহজেই আউটসোর্সিং করে টাকা ইনকাম করা যায়।
এজন্য লাগে শুধু দক্ষতা। Freelancer, Upwork এসব ওয়েবসাইট থেকে দক্ষতা অনুযায়ী কাজ করে টাকা ইনকাম করা যায়।

শেষকথা:

মোবাইল দিয়ে টাকা ইনকামের উপর- গুলো নিয়ে আশা করি আপনারা কিছু ধারণা পেয়েছেন। পরবর্তী পোস্টে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন।
মোবাইল দিয়ে টাকা ইনকাম ২০২১। ঘরে বসে আয় করুন সহজে, ব্লগিং, গুগল এডসেন্সে এপ্রুভাল, কম্পিউটার দিয়ে টাকা ইনকাম ২০২১

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bdblogtime.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%96/

Sort:  

This is a one-time notice from SCHOOL OF MINNOWS, a free value added service on steem.
Getting started on steem can be super hard on these social platforms 😪 but luckily there is some communities that help support the little guy 😊, you might like school of minnows, we join forces with lots of other small accounts to help each other grow!
Finally a good curation trail that helps its users achieve rapid growth, its fun on a bun! check it out. https://som-landing.glitch.me/

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66280.44
ETH 3536.65
USDT 1.00
SBD 3.13