স্বপ্ন নিয়ে বাঁচি

in #dreamlast year

#স্বপ্ন নিয়ে বেঁচে আছি
স্বপ্নের মাঝে আছে আরো অনেকের স্বপ্ন
মায়ের স্বপ্ন,একটি গলার হার
বেশি কিছু নয় শরীরের খোঁজ নেওয়া।
বাবার স্বপ্ন একটি ভালো ফোন,একটি ভালো চশমা,
এ আর এমন কি স্বপ্ন বলো।
ছোট ভাইয়ের একটা খেলনা বল,
ছোট বোনের জন্যে একটি পুতুল।
আমার স্বপ্ন হলো এগুলো পূরণ ।
আমি কি কাপুরুষ এই কোন স্বপ্ন হলো
তাই নিজের স্বপ্ন বলে কিছুই নেই।
হ্যা আমার স্বপ্ন স্বপ্ন হয়ে থাক।
আগে এই ক্ষুদ্র স্বপ্ন গুলো পূরণ হয়ে যাক।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 64060.29
ETH 3471.63
USDT 1.00
SBD 2.52