Anik Bro's dream came true(Bd Guys Inspiration)
আজ আমি আপনাদের শোনাবো অনিক কর্মকার ভাইয়ের জীবনের গল্প।
তিনি কিভাবে নিজের টাকায় বাইক কিনে নিজের সপ্ন পূরণ করছেন সেই গল্প।
তো আমি শুরু করছি, উনি যেভাবে বলেছিল আমি ঠিক সেইভাবেই বলছি-
পরিবারের ছোট ছেলে বায়না ধরেছিলো একদিন পালসার গাড়ি কিনবে!!!
তবে বাবার আর্থিক অবস্থা আগের মতো না থাকায় বাবা বলেছিলো নিজে রুজিরোজগার করে কিনো
হয়ত ২-৩ বছর আগের এইকথা আমার জীবনের অনেকাংশ বদলে দিয়েছে,,,
মনে মনে অনেক কষ্ট পাইছিলাম সেইদিন তবে আমি আমার ধৈর্য হারাই নাই,,, আগে কিছু টাকা জমানো ছিল তা খুব সামান্য তবে মাথায় তো বড় চিন্তা,,,,
HSC পাশ করে একটা অনার্সে ভর্তি হলাম সাথে সাথে একটা জব করতে শুরু করলাম(এখনও করি) যেভাবেই হোক পালসার বাইক কিনতে হবেই 😍
বিগত ১.৫-২ বছরের বাসা থেকে কোন টাকা নেই নাই,,, যা রুজি করছি তার থেকে পড়াশোনার খরচ, হাত খরচ,,, আর কিছু টাকা বাসায় দিতাম,,,,
বিশ্বাস করেন আমি আমার মা বাসা থেকে টাকা দিতো বলতো অনিক এইটা দিয়ে প্যান্ট শার্ট কিন,,,
বিগত ১.৫-২ বছর খুব কম নতুন জামাকাপড় কিনছি শুধুমাত্র একটা বাইক কিনবো বলে,,,,
অনেকে আমার বাইক কিনার স্বপ্ন নিয়ে হাঁসিতামশা করতো বিশ্বাস করেন ভাই আমি অনেক কষ্ট করে সয্য করছি,,,
সব কিছু মনে মনে থাকতো,,, কষ্ট হলেও বাসায়ও বলতাম না,,,,
আর আজকে গাড়ি টা সত্যি সত্যি আমার 😍
মা - বাবা - দাদা সবাই অনেক অনুপ্রেরণা দিয়েছে 😍
অনেক রাতে চিন্তায় ঘুমাইতে পারি নাই,,,
আর না কষ্টের ফল মিষ্টি হয় অনেক জায়গায় শুনছি বাস্তবে তার প্রমাণ পাইছি 😍
২ বছরের ক্রাশ পালসার ব্লু ক্লালার এখন আমার 😘
উনি হলেন অনিক কর্মকার।
ঊনাকে ফেসবুকে পেতে নিচের লিংকে যান- https://mbasic.facebook.com/amit.karmakar3?refid=18&tn=%2As%2As-R
ঊনার মত ভাইয়েরা ই আমাদের অনুপ্রেরণা যোগাবে আমাদের। আমর' নিজের টাকায় নিজেদের স্বপ্ন পূরণ করব।
Release the Kraken! You got a 7.87% upvote from @seakraken courtesy of @eftikhan!
You got a 1.79% upvote from @postpromoter courtesy of @eftikhan!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সাথে সাথে আমি আপনার কাছে একটা সাহায্যের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমি কিভাবে utopianপোস্ট করলে utopianআমাকে approve করবে আমি দেখলাম আপনি অনেকগুলো পোস্ট utopian তৈরি করেছেন এবং আপনি তাতে approve পাইছেন এজন্য যত হোক আমরা বাঙালি এজন্য আপনার কাছ থেকে জানতে চাই আমি কিভাবে পোস্ট করলে utopianথেকে approve পাব
ওপেন সোর্স এর উপর ধারণা থাকতে হবে, সেখানে সেই সফটওয়্যারের বাগ/ সাজেশন সেকশনে লিখলেই এপ্রুভ হবে। তবে ভাল ইংলিশ জানতে হবে।
আপনার সাথে personaly আমি একটু যোগাযোগ করতে পারি তাহলে আমার দিক দিয়ে ভাল হত ইংলিশ নিয়ে কোনো সমস্যা নাই তবে আমি বুঝতে পারছি না যে জায়গাটায় কেমন ভাবে পোস্ট করলে পোস্ট এপ্রুভ হবে কেননা এর আগেও কয়েকটি পোষ্ট করেছি কিন্তু এত ভয় নাই my FB mamun raju and +60142649730
fb te knock den- www.facebook.com/@sourovhi
ভাই এখানে তো এই নামে অনেক নাম আসছে এটার ভিতর কোনটা আমি ঠিক বুঝতে পারছি না আমি আপনাকে যে নম্বরটা দিয়েছিলাম পরে নম্বরটা সার্চ দিলেই খালি মাত্রা আমার নামটা আসবে আপনি করেন না না হয় আপনার না হয় আপনার ফোনের নম্বর আমাকে দিন
https://mbasic.facebook.com/sourovhi?ref_component=mbasic_home_header&ref_page=%2Fwap%2Fhome.php&refid=7
Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by eftikhan from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, theprophet0, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.
If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.