ড্রাগন ফলের উৎপাদন কলাকৌশল -পর্ব সাত-৭

in #dragon10 months ago

d3.jpg

অমৌসুমে উৎপাদন

d1.jpg

ড্রাগন ফল একটি দীর্ঘ দিবসী উদ্ভিদ। এপ্রিলের শেষ থেকে অক্টোবর মাসে যখন দিনের দৈর্ঘ্য ১২ ঘন্টা বা তার বেশি থাকে সাধারণত তখন ড্রাগন ফল গাছে ফুল ও ফল উৎপন্ন হয়। দিনের দৈর্ঘ্য যখন কম থাকে তখন রাতের শুরুতে বৈদ্যুতিক বাতির আলোর সাহায্যে কৃত্রিম ভাবে দিনের দৈর্ঘ্য বৃদ্ধি করে আলুসহ বিভিন্ন দীর্ঘ দিবসী উদ্ভিদে ফুল ও ফল উৎপাদন করা যায়। সেই বিবেচনায় অমৌসুমে ড্রাগন ফল উৎপাদনের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট NATP-PIU, BARC এর অর্থায়নে "অমৌসুমে ড্রাগন ফল উৎপাদন কলাকৌশল উদ্ভাবন" এর জন্য একটি গবেষণা প্রকল্প গ্রহণ করে। উক্ত প্রকল্পের আওতায় আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবপুর, নরসিংদী, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর এবং পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র, রাইখালী, রাঙ্গামাটিতে অমৌসুমে ড্রাগন ফল উৎপাদনের জন্য পরীক্ষা কার্যক্রম স্থাপন করা হয়।

d2.jpg

উক্ত পরীক্ষার আওতায় অক্টোবর হতে মার্চ পর্যন্ত বিকাল ৪.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত পূর্ণবয়স্ক ড্রাগন ফল গাছে বিভিন্ন তীব্রতা সম্পন্ন বৈদ্যুতিক বাতির আলোর প্রয়োগ করা হয়। প্রতিটি খুঁটিতে স্থাপিত ড্রাগন ফল গাছের চার কোনায় চারটি বৈদ্যুতিক বাল্ব মাটি হতে ১৩৫ হতে ১৫০ সে.মি. উচ্চতায় এমনভাবে স্থাপন করতে হবে যাতে সমগ্র গাছগুলি চারিদিক থেকে আলো পায়। আলো প্রয়োগের ১২ থেকে ১৫ দিনের মধ্যে গাছে অমৌসুমী ফুলের কুঁড়ি দেখা যায়, যা হতে ১৫-২০ মধ্যে ফুল ফোটে এবং তার ২২-৩০ দিনের মধ্যে ফল আহরণ করা যায়। এ পরীক্ষায় বৈদ্যুতিক বাতি হিসেবে ১০০ ওয়াট সাধারণ বাল্ব, ৩৫ ওয়াট সিএফএল (এনার্জি সেভিং) বাল্ব ও ২০ ওয়াট এলইডি বাল্ব কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এ পদ্ধতিতে অমৌসুমের পাশাপাশি স্বাভাবিক মৌসুমেও ফল সংগ্রহ করা সম্ভব হয়েছে। এখানে উল্লেখ্য, আমাদের দেশে সাধারণত এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত ফুল ফোঁটে এবং মে থেকে নভেম্বর মাস পর্যন্ত ৪ থেকে ৭ ধাপে ড্রাগনের ফল উৎপাদিত হয়।

d4.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45