ড্রাগন ফলের উৎপাদন কলাকৌশল -পর্ব আট-৮

in #dragon10 months ago

বংশ বিস্তার

d1.jpg

d3.jpg

অঙ্গজ উপায়ে অথবা বীজের মাধ্যমে ড্রাগন ফলের বংশ বিস্তার করা যায়। বীজ দিয়ে সহজেই এ ফলের বংশ বিস্তার করা যায়। তবে এতে ফল ধরতে ৫ থেকে ৭ বছর সময় লাগে এবং উৎপাদিত ফলে হুবহু মাতৃবৈশিষ্ট্য বজায় থাকে না। সে জন্য কাটিং এর মাধ্যমে বংশ বিস্তার করা উত্তম।

d4.jpg

কাটিং এর সফলতার হার প্রায় শতভাগ এবং ফলও তাড়াতাড়ি ধরে এবং হুবহু মাতৃবৈশিষ্ট্য বজায় থাকে। সারা বছরই কাটিং করা যায় তবে ফসল সংগ্রহের শেষে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে কাটিং করার উপযুক্ত সময়। কাটিং থেকে উৎপাদিত গাছে ফল ধরতে ১২-১৮ মাস সময় লাগে। সাধারণত ছয় থেকে এক বছর বয়স্ক গাঢ় সবুজ শাখার ১৫ থেকে ৩০ সে.মি. লম্বা খন্ড কাটিং হিসেবে ব্যবহার করা যায়।

d6.jpg

কান্ড থেকে তৈরী কাটিং

d2.jpg

বীজ থেকে উৎপাদিত চারা

প্রায় ৩০ থেকে ৪৫ দিন পরে কাটিং এর গোড়া থেকে শিকড় এবং উপরের প্রান্ত থেকে নতুন কুশি বেরিয়ে আসে। তখন কাটিংকৃত চারাগুলি মাঠে লাগানোর উপযুক্ত হবে। তবে উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনে ২০ থেকে ৩০ সে.মি. লম্বা কাটিং সরাসরি মূল জমিতেও লাগানো যায়।

d5.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45