বাসাইলে শহীদ ক্যাডেট একাডেমী’র বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

in #dlive6 years ago

kader_siddiki_tangailtimes-19-2-18-1_jpg.jpg

টাঙ্গাইলের বাসাইলে শহীদ ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয়োগীতা, পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারি রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি ও কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাহাত হাসান টিপু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাছান,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের প্রভাষক আল আমীন চৌধুরী।

বিশেষ অতিহি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আতোয়ার রহমান, দেলদুয়ারের শহীদ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাদিয়াজ্জান, বিন্দু বাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাফিজুর রহমান, পূর্ব্ব পৌলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানোয়র হোসেন, বাসাইল প্রেসকাবের সাবেক সভাপ্রতি এম শহীদুল ইসলাম, (অব.) ওয়ারেন্ট অফিসার মো. শাহজাহান মিয়া, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নবীনুর রহমান, বাসাইল প্রেসকাবের অর্থ সম্পাদক মো. রুবেল মিয়া, চ্যানেল আই’য়ের ক্যামেরা পার্সন মাসুদ রানা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহীদ ক্যাডেট একামেী বাসাইল শাখার প্রধান শিক্ষক জাহাঙ্গীর বিন জাফর।

টাঙ্গাইলটাইমস

Sort:  

Älskar att se nytt inlägg från dig.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58270.16
ETH 2600.36
USDT 1.00
SBD 2.39