মির্জাপুরে প্রেমের বিয়ে মেনে না নেয়ায় কিশোরীর আত্মহত্যা

in #dlive6 years ago

tangailtimes-12-11-17-5_jpg.jpg

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমের বিয়ে মেনে না নেয়ায় দিলরুবা আক্তার নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শুক্রবার রাতে উপজেলা সদরের বাইমাহাটি গ্রামে (কবরাস্থান এলাকা) এ ঘটনা ঘটে।

দিলরুবার বাবার নাম রাশেদ মিয়া। তাদের বাড়ি নেত্রকোনা জেলার প্রতাবপুর গ্রামে। তারা ওই বাইমহাটি এলাকায় ফজলুর মিয়ার বাসায় ভাড়া থাকতো বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, সম্প্রতি প্রেমের টানে দিলরুবা পোস্টকামুরী সওদাগর পাড়ার এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। দিলরুবার পরিবার এই বিয়ে মেনে না নিয়ে তাকে জোরপূর্বক বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এ ঘটনার পর শুক্রবার রাতে বাড়ির সবার অজান্তে সে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক বলেন, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

টাঙ্গাইলটাইমস

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68804.78
ETH 3766.46
USDT 1.00
SBD 3.49