ডাই পোস্টঃ নারিকেল তেল এর খালি বোতল দিয়ে পেন হোল্ডার তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল। ২১শে আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি একটি পেন হোল্ডার বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। আর এই পেন হোল্ডারটি আমি বানিয়েছি নারিকেল তেল এর খালি বোতল দিয়ে। ফেলে দেয়া জিনিস নতুনভাবে ব্যবহার করতে আমার বেশ ভালো লাগে। তাই মাঝে মাঝেই ফেলে দেয়া জিনিস দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আজও নারিকেল এর খালি বোতল দিয়ে একটি পেন হোল্ডার বানিয়েছে। বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। বুঝাই যাচ্ছে না যে, নারিকেল তেল এর বোতল দিয়ে বানানো হয়েছে পেন হোল্ডারটি।পেন হোল্ডারটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি নারিকেল তেল এর খালি বোতল ,পাটের ্দড়ি সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক ,পেন হোল্ডারটি বানানোর পদ্ধতিটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
১।নারিকেল তেল এর খালি বোতল
২।পাটের সুতা
৩।ম্যাক্রাম সুতা
৪।গ্লুগান
৫।কাঁচি
পেন হোল্ডার তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
নারিকেল তেল এর বোতলটি পরিস্কার করে নিয়ে কেটে নিয়েছি।
ধাপ - ২
গ্লুগান দিয় পাটের দড়ি সম্পূর্ণ বোতলে প্যাচিয়ে নিয়েছি।
ধাপ - ৩
ম্যাক্রামের তিনটি সুতা দিয়ে বেনী বানিয়ে নিয়েছি। একইভাবে দু'টো বেনী বানিয়ে নিয়েছি।
ধাপ - ৪
বানানো বেনী দু'টো পাটের দড়ি প্যাচানো বোতলের উপরে ও নীচের দিকে গ্লু গান দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ - ৫
ম্যাক্রামের সুতা ত্রিভুজ ডিজাইন করে বোতলে গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছি।
ধাপ - ৬
ত্রিভুজের ফাঁকে ফাঁকে ম্যাক্রামের এর সুতা দিয়ে গোল গোল ডিজাইন করে নিয়েছি। ব্যস তৈরি করে নিলাম নারিকেল তেলের খালি বোতল দিয়ে পেন হোল্ডারটি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে নারিকেল তেল এর খালি বোতল দিয়ে বানানো পেন হোল্ডারটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই পোস্ট |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২১শে আগস্ট, ২০২৫ ইং |
মোবাইল | Redmi Note 5A |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1958547137048031398
Link
https://x.com/selina_akh/status/1958551050555711499
https://x.com/selina_akh/status/1958547865170837854
https://x.com/selina_akh/status/1958549069447778720
https://x.com/selina_akh/status/1958550383523184765