DIY | | এসো নিজে করি | |একটি ঝুড়িতে দুইটি কবুতর ||

in #diy3 years ago

আসসালামু আলাইকুম। দূর দূরান্তে থেকে যারা আমার পোস্ট দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা। আমি আজ আপনাদের মাঝে একটি ডাই পোস্ট নিয়ে এসেছি। আমার আজকের ডাই পোস্টটি দুইভাবে করেছি।প্রথমত ছবি ড্রইং করেছি দ্বিতীয়ত কাগজ কেটে গাম দিয়ে সেই ড্রয়িং এ আটকে দিয়েছি।আজকে যে ডাই পোস্টটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তার নাম "একটি ঝুড়িতে দুটি কবুতর"। কবুতর হচ্ছে সুখের পায়রা,কবুতর দেখতে অনেক ভালো লাগে সবার।কবুতর আমার খুব পছন্দের কিন্তু শহরে বসবাস করায় কবুতর পোশতে পারি না। তাই এই বিষয়টি সব সময় আমাকে কষ্ট দেয়। তাইতো আজ আপনাদের জন্য সুখের বার্তা কবুতর নিয়ে হাজির হয়েছি।আশা করব আমার এই ডাই পোস্টটি আপনাদের ভালো লাগবে।চলুন আর কথা না বাড়িয়ে ডাই পোস্টটি কিভাবে তৈরি করেছি তার সমস্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যাক।

IMG_20220509_235353.jpg

উপকরনসমূহঃ

১। পেন্সিল।
২। রাবার।
৩। স্কেল।
৪। মোটা কাগজ।
৫। রং পেন্সিল।
৬। গাম।
৭। কাঁচি।

received_1311070346084011.jpegreceived_307114858243673.jpeg
received_1171718570272318.jpegreceived_731987197959076.jpeg
received_1028345124724050.jpegreceived_329424862609177.jpeg

received_337753561793174.jpeg

↩️ প্রস্তুত প্রণালী ↪️

🕊️প্রথম প্রক্রিয়া🕊️

received_1040838680140769.jpeg
এবার নিচে এবং উপরে দুই দুইটি রেখা টেনে নিয়েছি।

🕊️দ্বিতীয় প্রক্রিয়া🕊

received_590355548730212.jpeg

এবার ঝুড়ি তৈরির জন্য দুই সাইডে দুটি লম্ব রেখা অঙ্কন করে নিয়েছি।

🕊️তৃতীয় প্রক্রিয়া🕊️

received_367337792078273.jpegreceived_374408837804806.jpeg

এবার ঝুড়ি ধরে রাখার জন্য হ্যান্ডেল অঙ্কন করেছি এবং ঝুড়ির ওপরে সাইডে একটু ডিজাইন করে নিয়েছি।

🕊️চতুর্থ প্রক্রিয়া 🕊️

received_1194316054438208.jpegreceived_584903622682136.jpeg

এর পরে ঝুড়ির হ্যান্ডেল এবং চতুর সাইডে লাল কালার করে নিয়েছি।

🕊️পঞ্চম প্রক্রিয়া🕊️

received_1851061481765925.jpeg

মোটা কাগজ কেটে দুইটি কবুতর কাটিং করে নিয়েছি।

🕊️ষষ্ঠ প্রক্রিয়া 🕊️

received_994147901493426.jpegreceived_523124015905284.jpeg

এরপর কবুতর দুইটি হালকা কালার করে নিয়েছি এবং কালো দুটি চোখ দুটি কবুতরে বসিয়ে দিয়েছি।

🕊️পঞ্চম প্রক্রিয়া🕊️

received_1046032446321556.jpeg

এবার মোটা কাগজ কেটে কিছু পাতার আকৃতি করে কাটিং করে নিয়েছি।

🕊️অষ্টম প্রক্রিয়া🕊️

received_688570158866192.jpegreceived_1471512913301832.jpeg

এই পাতাগুলোকে দুই রকম কালার করে নিয়েছি।

🕊️নবম প্রক্রিয়া🕊️

received_527492455751507.jpeg

এবার অংকন কৃত ঝুড়ির মধ্যে লাল পাতাগুলো বসিয়ে দিয়েছি।

**🕊️দশম প্রক্রিয়া🕊️

received_805490077091672.jpeg

এর পরে লাল পাতার ওপর অন্য কালার পাতাগুলো বসিয়ে দিয়েছি।

🕊️এগারো তম প্রক্রিয়া🕊️

received_502230965026008.jpeg

IMG_20220509_235339.jpg

এবারে ঝুড়ির বডিতে হালকা কালার করে নিয়েছি এবং কবুতর দুইটি ঝুড়ির মুখে ও পাতার উপরে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এভাবেই হয়ে গেল আমার "একটি ঝুড়িতে দুইটি কবুতর"।এবার "একটি ঝুড়িতে দুইটি কবুতর" ডাই এর একটি ছবি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়। 📎

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।রেসিপি তৈরি করতে,কবিতা লিখতে এবং বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পছন্দ করি। যেকোনো বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি।অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- একটি ঝুড়িতে দুইটি কবুতর।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার এই ডাই পোস্টটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ.......

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91222.02
ETH 3113.00
USDT 1.00
SBD 2.90