DIY- এসো নিজে করি : রঙ্গিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি কলমদানি তৈরি || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য

in #diy3 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা , আশাকরি সকলে ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি । আজ আমি আপনাদেরকে রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি কলমদানি তৈরি করার প্রক্রিয়া দেখাবো । তাহলে
চলুন দেরি না করে শুরু করা যাক ।

IMG_20211227_140443.jpg

উপকরণ :

১. রঙ্গিন কাগজ ।

২. আঠা ।

৩. স্কেল ।

৪. গ্লু গান ।

৫. কলম ।

৬. কাঁচি ।

IMG_20211226_231610.jpg

১৩×২৮ সেন্টিমিটার একটি রঙ্গিন কাগজের টুকরো এবং ৬×২৩ সেন্টিমিটার একটি কার্টুনের টুকরো কেটে নিতে হবে ।

IMG_20211226_232048.jpg

এবার কার্টুনের টুকরোটি রঙিন কাগজের উপর আঠা দিয়ে ভাবে লাগাতে হবে ।

IMG_20211226_232349.jpg

এভাবে চারটি কোনা সুন্দর ভাবে কেটে নিতে হবে ।

IMG_20211226_232839.jpg

এবার কার্টুনের বাইরের অংশ গুলো ভালোভাবে আঠা লাগিয়ে সুন্দর করে এভাবে মোরাতে হবে ।

IMG_20211226_235726.jpg

১০×১০ সেন্টিমিটার স্কোয়ার সাইজ এভাবে কাগজ কেটে নিতে হবে এবং কলমটি ভিতর দিয়ে সাইজের কাগজ গুলি সুন্দরভাবে রোল করতে হবে ।

IMG_20211227_013215.jpg

এভাবে প্রায় ৫০ থেকে ৬০ টি রঙ্গিন সাইজের কাগজ গুলো রোল করতে হবে ।

IMG_20211227_022215.jpg

সৌন্দর্য বৃদ্ধির জন্য আলাদা আলাদা রংয়ের কাগজের রোলগুলো সাবধানে সুন্দরভাবে পাশাপাশি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে ।

IMG_20211227_023525.jpg

এবার পূর্বের রঙ্গিন কাগজ ও কার্টুন এর সমন্বয়ে বানানো টুকরোটির উপর এক পাশে থেকে বানিয়ে নেয়া কাগজের রোলগুলো গ্লু গান এর সাহায্যে বসিয়ে দেই ।

IMG_20211227_032539.jpg

একপাশে যেভাবে রঙিন কাগজের রোল গুলো বসানো হয়েছে ঠিক সেভাবেই অন্যপাশে গ্লু গান এর সাহায্যে রঙিন কাগজর রোল গুলো বসিয়ে দিতে হবে ।

IMG_20211221_172314.jpg

এবার রঙ্গিন ফুল বানানোর জন্য এভাবে কাগজের টুকরো কেটে নিতে হবে । কেটে নেবার পর ত্রিভুজের মতো করে ভাঁজ করতে হবে । ভাঁজ করার পর ছবিতে দেয়া আকার মত করে পেন্সিল দিয়ে আঁকিয়ে নিতে হবে । এবার আঁকানো অংশটি কাঁচি দিয়ে সুন্দর ভাবে কেটে নিতে হবে । এবার রঙিন কাগজের টুকরো টি খুলে নিতে হবে এবং আঠা দিয়ে ফুল বানিয়ে নিতে হবে ।

Screenshot_20211227-213304.jpg

এভাবে দুইটি ফুল বানানোর জন্য আট টি লাল রঙের কাগজ এক টুকরো ব্যবহার করা হয়েছে ।

IMG_20211227_140443.jpg

এবার কলমদানির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বানানো ফুল দুটি কলমদানির সামনে আঠা দিয়ে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সেই চমৎকার কলমদানি টি ।

আশা করি আমার এই কলমদানি টি আপনাদের ভালো লাগবে । আমার জন্যে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন । আমি যেন আগামীতেও আপনাদের আরও সুন্দর সুন্দর পোস্ট উপহার দিতে পারি । ধন্যবাদ সবাইকে ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 81815.05
ETH 3185.92
USDT 1.00
SBD 2.79