Cryptocurrency বলতে কি বুঝায় ?

in #cryptocurrency2 years ago

আসলে, Cryptocurrency হলো এমন এক ধরণের মুদ্রা যেগুলোকে কেবল online internet এর মাধ্যমে ব্যবহার ও লেন-দেন করা সম্ভব।

আর তাই, এই ধরণের ক্রিপ্টো মুদ্রা গুলোকে “digital money” হিসেবেও ধরা হয়।

আর যা আমি আগেই বললাম, এই ধরণের ডিজিটাল মুদ্রা গুলোকে আমরা physically দেখতে, ধরতে বা লেন-দেন করতে পারিনা।

মনে রাখবেন, cryptocurrency গুলোর ওপরে government এর কোনো ধরণের ভূমিকা থাকছেনা।

কারণ, এই ধরণের currency গুলো Decentralized currency বলা হয় যেগুলোর ওপরে কোনো agency বা government এর board এর অধিকার থাকেনা।

Cryptocurrency গুলোকে আপনি আপনার digital asset হিসেবেও ধরতে পারবেন যেগুলোর ব্যবহার করে অনলাইন কেনা-কাটা / শপিং ইত্যাদি করা সম্ভব।

Shopping করা ছাড়াও আপনারা এই cryptocurrency গুলোকে বিভিন্ন services জন্য ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, এই ধরণের currency গুলোতে cryptography প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে।

এটা মূলত একটি peer to peer network system, যেটার ব্যবহার আমরা ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মুদ্রার বিপরীতে কেনাকাটা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি।

এই ধরণের currency গুলোর ব্যবহার government বা bank কে না জানিয়েও করা যেতে পারে।

তাই, অনেকেই বলে থাকেন যে cryptocurrency গুলোর ব্যবহার অবৈধ ভাবেও করা সম্ভব।

বর্তমানে অনলাইনে এমন অনেক প্লাটফর্ম রয়েছে, যেগুলোর থেকে জেকেও cryptocurrency গুলো কেনা-বেচা করে থাকেন।

প্রত্যেক ধরণের cryptocurrency গুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় এবং প্রচলিত currency ছিল “Bitcoin“. সব থেকে আগে এটাকেই তৈরি করা হয়েছিল এবং সব থেকে অধিক ব্যবহার হয় এই Bitcoin এর। Bitcoin cryptocurrency নিয়ে এমনিতে প্রচুর তর্ক-বিতর্ক হয়েই এসেছে।

তবে, বর্তমানে cryptocurrency গুলোর মধ্যে bitcoin এর ব্যবহার অনেক প্রসিদ্ধ এবং সব থেকে অধিক ব্যবহার হয়ে থাকে।

এমনিতে, বিটকয়েন ছাড়াও অনেক অন্যান্য cryptocurrency গুলো রয়েছে, যেগুলোর বিষয়ে হয়তো আপনি জানেন বা জানেননা।

তাহলে cryptocurrency মানে কি বিষয়টা বুঝলেন তো।

https://tinyurl.com/bd7xdfup

Sort:  

Your post was upvoted and resteemed on @crypto.defrag

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91309.99
ETH 3150.55
USDT 1.00
SBD 2.89