বাংলাদেশ, পাকিস্তান নাকি ইংল্যান্ড কে যাবে সেমিফাইনালে?

in #cricket6 years ago

hqdefault.jpg
source
কে যাবে সেমিফাইনালে বাংলাদেশ, পাকিস্তান নাকি ইংল্যান্ড? আজকে এই তিন দলের কে কীভাবে যেতে পারে এইবারের ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আসুন তাদের সমীকরণ গুলো দেখে নিই।
Untitled1.png
source
একদম সহযে যে দল সেমি ফাইনালে যেতে পারে টা হচ্ছে ইংল্যান্ড ।তাদের হাতে আছে মাত্র ১ টি ম্যাচ সেই ম্যাচ টা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে।এই ম্যাচ টা যদি তারা ড্র অথবা জিততে পারে তাহলেই তারা কোন সমীকরন ছাডা তারা সেমিফাইনালে চলে যেতে পারবে।বাকী সব গুলো ম্যাচ ও যদি বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলেই জিতে যায় তাহলে ও কোন কাজে আসবেনা।কারন সবার যদি ১১ পয়েন্ট হয় তাহলে + পয়েন্ট বেশি থাকায় সহজে সেমিফাইনালে চলে যাবে ইংল্যান্ড।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111195.28
ETH 4329.35
SBD 0.83