ক্লাসেন ঝড় থামিয়ে অবিশ্বাস্য বোলিং পারফরমেন্সে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।
আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।
ক্লাসেন ঝড় থামিয়ে অবিশ্বাস্য বোলিং পারফরমেন্সে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ এই মাঠে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিল ছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। ইনিংসের দ্বিতীয় ওভারে আফ্রিকান স্পিনার কেশব মহারাজের জোড়া আঘাতে আউট ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা ও উইকেট কিপার ব্যাটার রিশাব পান্ত।
এদিন উইকেটে টিকটে পারিনি সুরিয়া কুমার ইয়াদেব। ভারতকে চাপে রেখে রাবাদার বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। পাওয়ার প্লে শেষে ভারতের সংগ্রহ তিন উইকেটে ৪৫ রান। শুরুর চাপ সামাল দিয়ে বড় রানের টার্গেটে ভারতকে এগিয়ে নিয়ে যায় অভিজ্ঞ বিরাট কোহলি ও ইয়ংস্টার অক্ষর প্যাটেল। ইনিংস সর্বোচ্চ ৭২ রানের পার্টনারশিপ করেন এই দুই ভারতীয় ব্যাটার। ইনিংসে ১৪ তম ওভারে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অক্ষর প্যাটেল।
তিনি ৩১ বলে ৪৭ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন। মন্থর গতিতে খেলে ৪৮ বলে ৫০ রান করেন বিরাট কোহলি। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৮ তম হাফ সেঞ্চুরি।
ততক্ষণে অভিজ্ঞ বিরাট কোহলি ও শিবম ডুবে মিলে আরও একটি ৫৭ রানের পার্টনারশিপ করেন। ব্যক্তিগত ৭৬ রানে বিরাট কোহলি আউট হয়ে সাজঘরে ফিরে যান।১৮ ওভার ৫ বলে ভারতের দলীয় রান ১৬৩। শেষ দিকে শিবম ডুবে ও হার্দিক পান্ডিয়ার ক্যামিওতে ১৭৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় মেই ইন ব্লুরা। শিবম ডুবে ১৬ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ ও আনরিখ নরকিয়া সমান দুইটি উইকেট পান। মার্কো জ্যানসেনে ও কাগিজো রাবাদা একটি করে উইকেট পান। প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে দক্ষিণ আফ্রিকার লক্ষ ১৭৭ রান।
১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে আফ্রিকান ওপেনার রেজা হেন্ড্রিক্স ৪ রান করে ভারতীয় ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ বলে সরাসরি বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন। আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম তিনিও দ্রুত আউট হয়ে গেলে চাপে পরে দক্ষিণ আফ্রিকা।
সেই চাপ সামাল দেন ক্রিস্তান স্ট্যাবস ও কুইন্টন কক। এই দুই ব্যাটার মিলে ইনিংস সর্বোচ্চ ৫৮ রানের পার্টনারশিপ করেন। দশ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তিন উইকেটে ৮১ রান।
ক্রিস্টান স্ট্যাবস ও কুইন্টন ডি কক পর পর ফিরে গেলে খেলার হাল ধরেন হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। ঝড় তোলেন ক্লাসেন। টি-টোয়েন্টির বিশ্বকাপ ফাইনাল ম্যাচের ইতিহাসের দ্রুততম হাব সেঞ্চুরি করেন এই আফ্রিকান ব্যাটসম্যান। অক্ষর প্যাটেলের এক ওভারে ২৪ রান নিয়ে ম্যাচ আফ্রিকার হাতের মুঠোয় নিয়ে আসেন। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ চার উইকেটে ১৫১ রান।
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২৪ বলে ২৬ রান। হাতে ৬ উইকেট। হাফ সেঞ্চুরি পূর্ণ করে আর বেশি উইকেটে থাকতে পারেনি ক্লাসেন। তিনি হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
বুমরাহ, আশদীপ সিং ও হার্দিক পান্ডিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে বলের সাথে রানের ব্যবধান বেড়ে যায়। লাস্ট ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৬ রান স্ট্রাইকে ডেভিড মিলার ও বোলিংয়ে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার প্রথম বলে সজরে হাকান ডেভিড মিলার। সীমানার কাছে অবিশ্বাস্য ক্যাচ ধরেন সুরিয়া কুমার ইয়াদেব। জয়োউল্লাসে মেতে ওঠে ভারত। অপরদিকে হতাশ ডেভিড মিলার ও পুরো দক্ষিণ আফ্রিকা।শেষ পর্যন্ত স্নায়ু চাপ ধরে রেখে অবিশ্বাস্য কামব্যাক করে ম্যাচ জিতিয়ে দেয় ভারতীয় বলোররা।
ফলাফল: ভারত সাত রানের জয়ী। এই জয়ের দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত।
প্লেয়ার অব দ্যা ম্যাচ: বিরাট কোহলি। তিনি ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট:জাসপ্রিত বুমরাহ। তিনি আট ম্যাচে ১৫ টি উইকেট পান। সেই সাথে পুরো টুর্নামেন্ট জুড়ে তার ইকোনমির রেট অবিশ্বাস্য। মাত্র ৪.১৮
প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
I use for photography and work:
মোবাইল | I phone 12 pro max | ফটোগ্রাফার | @najmulislam10 |
---|---|
লোকেশন | ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা | বাহিরে |
I read a brilliant article this morning.
It stated that South Africa did not choke, they were just so unlucky. This is the honest truth. Every time there is something, once, with the 50 over World Cup we lost due to Duckworth Lewis.
BUT, we should have won. With so many balls and so many wickets in hand, we've made a mess of it.
Well done to India!
@patjewell It is nothing but bad luck for South Africa. And for this bad luck they are called chokers. Such an easy match is lost. South Africa have failed to settle simple equations in some other important matches. 2015 ODI World Cup semi-final against New Zealand by Morne Morkel easy catch drop by Grand Elliott. Simple run out miss by Quinton de Kock. AV de Villiers' and morne morkel are crying. dale steyn's fall to the ground. As a cricket lover, these scenes are not to be forgotten.
@patjewell Please visit and comment on my other posts. Links are provided here: https://steemit.com/writing/@najmulislam10/4hqkkm