কানাডাকে হারিয়ে সুপার এইটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান।

in #cricket2 months ago

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আবারো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশাকরি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_0813.jpeg

কানাডাকে হারিয়ে সুপার এইটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ২২ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল এশিয়ার জায়ান্ট পাকিস্তান। তাদের প্রতিপক্ষ ছিল কানাডা।আজকের এই ম্যাচ পাকিস্তান হারলে তাদের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হয়ে যেত। কানাডাকে ৭ উইকেটে হারিয়ে এখনো পর্যন্ত সুপার এইটের আসা বাঁচিয়ে রাখল পাকিস্তান।

পাকিস্তান টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয়। পাকিস্তানি পেস বোলারদের তাণ্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কানাডা। প্রথম ১০ ওভার শেষে কানাডার সংগ্রহ ৫ উইকেটে ৫৫ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে কানাডা বড় সংগ্রহ করতে পারিনি। ২০ ওভার শেষে কানাডার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে১০৬ রান।

IMG_0809.jpeg

পাকিস্তানের টার্গেট ১০৭ রান। কানাডার হয়ে ইনিংস সর্বোচ্চ রান করেন এরন জনসন। তিনি ৪৪ বলে ৫২ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ও হারিস রউফ ২ টি করে উইকেট নেন এবং শাহিনশাহ আফ্রীদি ও নাসিম শাহ সমান ১ টি করে উইকেট নেন।

IMG_0810.jpeg

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫ম ওভারে তাদের প্রথম উইকেট হারায়। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম দুইজনে মিলে ৬৩ রানের পার্টনারশিপ করে পাকিস্তানকে জয়ের পথেই রাখে।

IMG_0819.jpeg

১৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছায়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। তিনি ২ চার ও ১ ছয়ে ৫৩ বলে ৫৩ রানের ইনিংস খেলেন।
ফলাফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী হয়েছে।

IMG_0825.jpeg

প্লেয়ার অব দ্য ম্যাচ: মোহাম্মদ আমির। তিনি ৪ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে দুইটি উইকেট পেয়েছেন।

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ।আল্লাহ হাফেজ ‌।

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @najmulislam10,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61059.95
ETH 2677.49
USDT 1.00
SBD 2.61