টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। ইন্ডিয়া বনাম ইউএসএ।

in #cricket3 months ago

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ,
কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ।আশা করি শেষ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন।

IMG_0833.jpeg

আজকের ব্লগ কি হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ২৫ তম ম্যাচ ইন্ডিয়া বনাম ইউএসএ। এই ম্যাচটির ভেন্যু ছিল নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিউইয়র্ক ,ইউনাইটেড স্টেট। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে শুরু হয়েছে। এই ম্যাচে ৭ উইকেটের জয়ী লাভ করেছে ইন্ডিয়া।

টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া। ইনিংসের প্রথম বলেই সাফল্য এনে দেয় ইন্ডিয়ান পেস বলার অর্শদীপ সিং। ইনিংসের শুরু থেকেই ইন্ডিয়ান বোলিংদের তাণ্ডবে দিশেহারা ইউ এস এর ব্যাটসম্যানরা। প্রথম পাওয়ার প্লে শেষে ইউ এস এর সংগ্রহ ২ উইকেটে ১৮ রান‌। নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইউ এস এ। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করেন ইউ এস এ। ইন্ডিয়ার টার্গেট ১১১ রান।

IMG_0855.jpeg

ইউ এস এর হয়ে ইনিংস সর্বোচ্চ রান করেন নিশিত কুমার। তিনি ২ চার ও ১ ছয়ে ২৩ বলের ২৭ রান করেন। ইন্ডিয়ার হয়ে অর্শদীপ সিং ৪ ওভার বল করে ৯রানের বিনিময়ে ৪ উইকেট নেন।

IMG_0851.jpeg

ইন্ডিয়া ১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিরাট কোহিলির উইকেট হারায়। তিনি কোন রান না করেই প্যাভেলিয়ানে ফিরে যান।

IMG_0856.jpeg

দ্রুতই রোহিত শর্মা ও রিশাব পান্ত আউট হলে চাপে পড়ে যায় ইন্ডিয়া। সুরিয়া কুমার ইয়াদেব ও শিভাম ডুবে ৬৫ বলে ৬৭ রানের অবিচ্ছিন্ন দুটি গড়ে জয়ের বন্ধরে পৌঁছায় দেয় ইন্ডিয়াকে।

IMG_0864.jpeg

সুরিয়া কুমার ইয়াদেব ৪৯ বলে ৫০ রানে ও শিবাম ডুবে ৩৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ইউএস এর হয়ে ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন সৌরভ নেত্রভালকর।

ফলাফল: ইন্ডিয়া ৭ উইকেটের জয়ী।

প্লেয়ার অব দ্যা ম্যাচ: অর্শদীপ সিং। তিনি ৪ ওভার বল করে ৯ রান দিয়ে ৪ উইকেট নেন।

IMG_0851.jpeg

প্রিয় বন্ধুগণ,আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60165.60
ETH 2421.15
USDT 1.00
SBD 2.44