Cloudy sky

in #cloudylast year

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের সবার সুস্থতা কামনা করে একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। যেটি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে সেটা মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু।

1000058882.jpg

আমি আজকে আমাদের বাড়ির পাশে একটা মাঠে খেলার আয়োজন করা হয়েছে। ওখানে গিয়ে বসে খেলা দেখতেছি খেলা দেখতে দেখতে হঠাৎ আমার একটি ফুলের গাছের উপর চোখ পরল। আমি সামনে দিয়ে গিয়ে দেখি ফুলটি অনেক সুন্দর তাই ফুলের ফটোগ্রাফি করলাম। আমার কাছে ভালো লেগেছিল বলে আপনাদের কাছে ফুলটির ফটোগ্রাফি শেয়ার করতেছি।

মাঠে ছেলেগুলো খেলতেছে আমি তাদেরকে ডাক দিলাম। এ দেখোতোমরা একটি ফুল গাছ কত সুন্দর না ফুলগাছটি। তারা বলল হে ফুল গাছটি তো অনেক সুন্দর আমরা তাহলে ফুল গাছটি ফটোগ্রাফি করি। ছেলে যা বলল আসলে ফুলটা তো অনেক সুন্দর অনেক চমৎকার। ফুল গাছটা এত বড় যে আরো অনেক ফুল ধরেছিল।

1000058881.jpg

এই ফুল গাছটি আমি মনে হয় আমার জীবনে আর দেখিনি ফুল গাছটি। জায়গাটাও অনেক সুন্দর ছিল দেখে মনে হচ্ছে বাগান বাড়ির মত। পরিবেশ যেন মুগ্ধ করে দিবে। আমার চোখ জুড়ে গেছে এই ফুল গাছটি দেখে। তাই আমি ফুলের ফটোগ্রাফি করলাম আমার কাছে ভালো লাগলো বলে।

তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে মন্তব্য করে জানাবেন। আমি কিন্তু অধিক আগ্রহে বসে রইলাম। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি/ব্লগ
ফটোগ্রাফার@jumtak
ডিভাইসSamsung Galaxy
লোকেশনঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে এই পর্যন্ত। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না আবার। আবার যেকোন সময় ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

ছোট করে ও আমার মত করে আমার পরিচয়

20240607_145246.jpg

*🥀🌹আমি জুমতাক হিমাদ্রি। আমি ঢাকায় বসবাস করি এবং আমি অবিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114097.06
ETH 4121.49
USDT 1.00
SBD 0.58