Khilgaon Cafe

in #cafe7 years ago

জমপেশ ভুড়ি ভোজ
"বোম্বে চিকেন পোলাও(১:৪)"
দাম মাত্র ৫৫৫ টাকা।
এটা ৪ জনের প্ল্যাটার কিন্তু আমরা ৩ বন্ধু মিলেই খেয়ে দিলাম ।

আইটেম :

১। চার জনের পোলাও
২।আস্ত মুরগীর রোস্ট
৩।এক বাটি ডিম কোরমা(৪ পিছ মুরগীর ডিম+৮ পিছ কোয়েলের ডিম)
৪।চার গ্লাস বোরহানি
৫।এক লিটার মিনারেল ওয়াটার

image

৬।চার কাপ দই

স্বাদ : পোলাও একজনের জন্য পরিমানে যথেষ্ট। আসল স্বাদ হলো আস্ত মুরগীর রোস্টে। মাশাল্লাহ মাংস টা খুব সফট আর জুসি ছিল এবং সাথে সরিষার তেলের একটা ফ্লেভার নাকে এসে দারুন একটা ফিল দিচ্ছিল ।

আপনি যখন খেতে খেতে হাপিয়ে যাবেন তখন অবশ্যই বোরহানি খেতে ভুলবেন না।
বোরহানি টা অসাধারণ লেগেছে আলহামদুলিল্লাহ ।
রেটিং:৯/১০

স্বার্ভিস :বড় বড় রেস্টুরেন্টের তুলনায় সার্ভিস যথেষ্ট ভালো । কিছুক্ষন পর পর এসে আমাদের খোজ নিচ্ছিল কিছু লাগবে কিনা। এমনকি আমরা ৩ বার এক্সট্রা ঝোল আর সালাদ নিয়েছি। তাদের চোখে মুখে কোনো বিরক্তির ছাপ পাইনি।

রেটিং:১০/১০

পরিবেশ :ছিমছাম পরিবেশ। ভিতরে এসি আছে এবং খুব ক্লিন একটা জায়গা। তবে খুব একটা বড় নয় জায়গা টা।

লোকেশন : Cafe Khilgaon

খিলগাঁও রেলগেট নেমে হাতের ডানে গোরানের রাস্তা দিয়ে ঢুকে ৩০ সেকেন্ড হাটলেই পেয়ে যাবেন..
চাইলে অফার টা আপনারাও দলবল বেধে টেস্ট করে আসতে পারেন।

Sort:  

aqib
0.060 Sand @farhannaqvi7
If you want to know how to earn 1 to 3 sbd daily then contact me on
Discord : farhannaqvi7#1327 or Skype : farhannaqvig or reply this comment or see my latest post in which i provide all description
If you think i disturb you just reply i remove this comment

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 98362.82
ETH 3451.59
USDT 1.00
SBD 3.21