ভারতীয় অধিনায়কের বাংলাদেশের জন্য অকুণ্ঠ প্রশংসা।

in #busy6 years ago

দুই বার তো প্রায় নিশ্চিত, ফাইনাল হলে তিনবার। এবারের এশিয়া কাপকে ভারত-পাকিস্তান তিন ম্যাচের সিরিজ হিসেবেই ধরে নেওয়া হয়েছিল এই দুই দেশের অনেক সংবাদমাধ্যমে। এসিসিও এমনি চায় বলে প্রশ্ন তুলেছেন অনেকে। এমনকি ফাইনালের পর সংবাদ সম্মেলনেও রোহিত শর্মাকে এক সংবাদকর্মীর প্রশ্ন, ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান হলে কেমন হতো? ভারতীয় অধিনায়কের উত্তরে থাকল বাংলাদেশের জন্য অকুণ্ঠ প্রশংসা।

bd-ind-01.jpg

ফাইনালে দুর্দান্ত শুরু করেও পরে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ২২৩ রানের লক্ষ্য ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের জন্য খুব কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে বাংলাদেশ চেপে ধরেছিল ভারতকে। শেষ দিকে জিততে পারত যে কোনো দলই। শেষ পর্যন্ত শেষ বলে জিতেছে ভারত।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62659.86
ETH 2534.03
USDT 1.00
SBD 2.63