mother breast milk for baby

in #busy6 years ago

"বাচ্চাকে বুকের দুধ খাওয়ান না" ডাক্তার এর প্রশ্ন। বাচ্চার মায়ের উত্তর - "না স্যার, বুকের দুধ পায় না বাবু ঠিক মত"। ডাক্তার জিজ্ঞাসা করলেন - কিভাবে বুঝলেন? মায়ের উত্তর -বুকের দুধে বাচ্চার পেট ভরে না মনে হয় আমার কাছে। ডাক্তার এর প্রশ্ন - তাহলে কি করেন?? মায়েরর উত্তর - গরুর দুধ খাওয়াই ও অন্যান্য খাবার দেই । ডাক্তার বল্লেন - গরুর দুধ তো ২ বছরের পরে বাচ্চাদের খাওয়ায়। আপ্নার বাবুর বয়স তো মাত্র 2 মাস। আবার ডাক্তার বল্লেন - "দেখুন বাচ্চা বুকের দুধ কম পাচ্ছে এই ধারনা পোষন করে মায়েরা পুরাই অনর্থক। বুকের দুধ স্বাভাবিক পাচ্ছে কিনা সেটা বুঝার জন্য একটা একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। সেটা হলো বাচ্চার প্রস্রাব করার মাত্রা। যদি ২৪ ঘন্টার মধ্যে এই বাচ্চা ৬ বার বা তার চেয়ে বেশি বার প্রস্রাব করে, তাহলে ধরে নিতে পারেন শিশু প্রয়োজনীয় পরিমান দুধ পাচ্ছে। শুধুই অপ্রয়োজনীয় ভারী খাবার দিয়ে বাচ্চাকে অপুষ্টির দিকে ঠেলে দিচ্ছেন। আর গরুর দুধ বাদ দিয়ে ঘরে বানানো বাড়তি খাবার দিলেও বাচ্চার পুষ্টি অভাব পূরন হয়ে যাবে"। আমাদের শরীরের নরমাল মেকানিজম কে আমরা পাল্টাতে পারব না। জন্মের পর পরই একটা বাচ্চার STOMACH এর ভলিউম ধরে মাত্র ৫-৭ মিলি, যা একটা ছোট মার্বেলের সমান।। দুই মাসের সময় তা একটা পিংপং বলের সমান হয়।। আর বড়দের পাকস্থলী ফুললে একটা ফুটবলের (১.৫ লিটার) কাছাকাছি আয়তন হয়।। তাহলে মার্বেলের আয়তনের মধ্যে যদি আপনি ফুটবল পরিমান খাবার ঠেলে ঢুকাতে চান, তাহলে দুই রকমের একটা হবে- ১. হয় বাচ্চা বমি করে ফেলে দিবে, অথবা ২. বাচ্চার অসমোটিক ডায়রিয়া হয়ে যাবে।।

Sort:  

thank you represent our bangladesh and bangla post 👍

  • powerful post in bangla (22/03/2018) link

supported by @nmb82ig & you got 4 upVote free

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57959.67
ETH 2343.73
USDT 1.00
SBD 2.44