নিদারিয়া মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা।

in #busy5 years ago

নিদারিয়া মসজিদ
নিদারিয়া মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন মসজিদ । এটি মূলত লালমনিরহাট সদর উপজেলার অন্তর্গত ও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা ।

প্রাকঃ বিবরণ
মসজিদটি লালমনিরহাট জেলার অন্যতম পুরাকীর্তি । নির্মাণ শৈলীর দিক থেকেও এটি অনেক উচুঁ মানের । ভারী ভারী দেয়াল, উচুঁ গম্বুজ, কক্ষের ভেতরের সুন্দর পরিবেশ মসজিদটিকে আলাদা করে রেখেছে । সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কিশামত নগরবন্দ মৌজায় অবস্থিত ।

বিবরণ
নিদারিয়া মসজিদটি একটি প্রাচীন এক কক্ষের মসজিদ । এর অভ্যন্তরে একটি মাত্র কক্ষ আছে । উপরিভাগে তিনটি গম্বুজ আছে । চার কোণায় চারটি পিলার আছে । স্মমুখে একটি প্রবেশদ্বর আছে । মসজিদের সামনেই একটি বিরাট ঈহগাহ্ ময়দান রয়েছে । মসজিদের বাম পাশে একটি কবর আছে । কবরটি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া না গেলেও অনেকেই মনে করেন কবরটি মসজিদের প্রতিষ্ঠাতা পীর এ কামেল সুবেদার মনসুর খাঁ এর কবর ।
এই মসজিদের ১০ একর ৫৬ শতক জমি আছে । এই জমি থেকে প্রাপ্ত টাকা দিয়ে মসজিদে প্রতি বছর ওয়াজ মাহফিল এর আয়োজন করা হত। বর্তমানে মসজিদের জমিগুলোতে স্থানীয় এক পরাক্রমশালী ব্যক্তি নিজের দখলদারিত্ব স্থাপন করেছে ।মসজিদ কমিটি ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে আইনী লড়াই করে যাচ্ছে জমিগুলো উদ্ধার করতে ।

ইতিহাস
১১৭৬ হিজরী সনে সুবেদার মনসুর খাঁ কর্তৃক মসজিদটি নির্মাণ করেন । মসজিদটির নাম নিয়ে একটা মজার কাহিনী প্রচলিত আছে । কথিত আছে মসজিদটির নির্মাতা সুবেদার মনসুর খাঁর মুখে দাড়ি ছিল না । তিনি আল্লহর কাছে প্রার্থনা করেছিলেন যে, তাঁর মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ তৈরী করে দিবেন । পরে দাড়ি হলে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদ নির্মাণ করে দেন ।

যাতায়াত
লালমনিরহাট থেকে অটোরিক্সা করে মসজিদে যেতে হবে ।

Sort:  

You got a 2.74% upvote from @minnowvotes courtesy of @shah95!

Thank you so much for using our service! You were protected from massive loss up to 20%

You just received 60.00% upvote from @onlyprofitbot courtesy of @shah95!

Want to earn more with us? Our APR can reach as high as
15% or more!

More portion of profit will be given to delegators, as the SP pool grows!

Comment below or any post with "@opb !delegate [DelegationAmount]" to find out about current APR, estimated daily earnings in SBD/STEEM

You can now also make bids by commenting "@opb !vote post [BidAmount] [SBD|STEEM]" on any post without the hassle of pasting url to memo!

* Please note you do not have to key in [] for the command to work, APR can be affected by STEEM prices

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 63754.85
ETH 3055.95
USDT 1.00
SBD 3.85