সুরা মসজিদ এর সংক্ষিপ্ত পরিচিতি ও ইতিহাস

in #busy6 years ago

সুরা মসজিদ
সুরা মসজিদ সুরম্য মসজিদ বা শুজা মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন মসজিদ । এটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ । এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা । এই মসজিদে গ্রানাইটসহ নানা মূল্যবান পাথরের অস্তিত্ব পাওয়া যায় ।

অবস্থান
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে ১০ কিঃ মিঃ পশ্চিমে ও ঘোড়াঘাট - হিলি পাকা সড়কে লাগানো প্রাচীন জলাশয় এর পরেই এই মসজিদটি অবস্থিত ।

সংক্ষিপ্ত বিবরণ
মসজিদটি পূর্ব - পশ্চিমে লম্বা । এর বাইরের মাপ ১২.১২ মি. x ৭.৮৭ মি. এবং প্রধান কক্ষের ভিতরের আয়তন ৪.৮৪ মি. x ৪.৮৪ মি । মসজিদের প্রধান কামরায় চারকোণে এবং বারান্দায় দুইকোণে বাহিরের দিকে একটি করে মিনার আছে । এগুলো কালো পাথরের তৈরি । প্রধান কামরায় ও বারান্দায় পূর্ব দেয়ালে তিনটি করে প্রবেশ দ্বার আছে । প্রধান কক্ষের উপরে একটি গম্বুজ আছে, বারান্দার উপরে তিনটি ছোট গম্বুজ আছে ।

কারুকাজ
ভিতরে পশ্চিম দেয়ালে মিহরাবগুলোতে উন্নতমানের কারুকাজ করা আছে । মসজিদে ইটের সঙ্গে
পাথরের ব্যবহার, দেয়ালের মাঝে পাথরের স্তম্ভ, ইটের গাঁথুনি তা চোখে পড়ার মতো । এছাড়া প্রত্যেক দরজার নিচে চৌকাঠ পাথরের তৈরি । পূর্বে মসজিদে প্রবেশের সিঁড়ি আছে । এখানকার কালো ও বেলে পাথর বাঙলার পশ্চিম প্রান্তে অবস্থিত রাজমহল থেকে আনা হয়েছে বলে মনে করা হয় । ধারণা করা হয় এখানকার এই প্রাচীনকীর্তির ধ্বংসাবশেষ গুপ্ত যুগের পরে নয় তারও আগে ।

Sort:  

Hello @shah95! This is a friendly reminder that you have 3000 Partiko Points unclaimed in your Partiko account!

Partiko is a fast and beautiful mobile app for Steem, and it’s the most popular Steem mobile app out there! Download Partiko using the link below and login using SteemConnect to claim your 3000 Partiko points! You can easily convert them into Steem token!

https://partiko.app/referral/partiko

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 63483.25
ETH 2601.63
USDT 1.00
SBD 2.81