Betterlife // The Diarygame 09-09-2024 // A very nice day

in #burnsteem254 months ago (edited)

Assalamu Alaikum Wa Rahmatullah

Hello Everyone. I am @alomgir121 from Bangladesh .

IMG_20240909_181205.jpg

**Thumbnail image

🔰The diary game 🔰

Betterlife // The Diarygame 30-08-2024 // A very nice day
alomgir121 (55)in #burnsteem25 • 3 days ago
Assalamu Alaikum Wa Rahmatullah
Hello Everyone. I am @alomgir121 from Bangladesh .

**Thumbnail image
🔰The diary game 🔰

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি @alomgir121 আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হোয়েছি। আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন।বন্ধুরা প্রতি দিনের মত আজকে সকাল বেলা ঘুম থেকে উঠি।তারপরে প্রথমে ইস্টিমেট অ্যাকাউন্ট চেক করি। তারপরে আমি বাহিরে গিয়ে হাসঁ, মুরগি, কবুতর ও কোয়েল পাখি গুলোকে খেতে দেই।এর পরে গোসল করে, ফ্রেশ হয়ে নাস্তা করি।এরপরে দোকানের উদ্দেশ্যে রওনা দেই। তারপরে দোকানে যাবার সময় বাজারে গিয়ে গ্রামের এক চাচা তাররদোকানে ডাকেন কথা বলার জন্যে। তখোন তার দোকানে বোসে কিছুখোন কথা বলি।সে সময় কিছু ছবি তুলি।

IMG_20240910_095153.jpg

IMG_20240910_094957.jpg

তার পরে দেখি বৃষ্টি শুরু হোয়েগেছে তাই আর বের হোতে পারলাম না।বেশ কিছুক্ষণ বোসে গল্পো করলাম।এরপরে বৃষ্টি শেষ হোয়ে গেলে, একটি রিকশায় উঠে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম।

IMG_20240910_095123.jpg

তারপরে দোকানে গিয়ে দোকান খুলে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করলাম। আজ বেচাকেনার অবস্থা তেমোন একটা ভালো না।লোকজন নেই রাস্তাঘাটে। এর পরে বেচাকেনা কোরতে কোরতে দুপুর হোয়ে যায়।তারপরে দুপুরের খাবার সেরে নেই।
এর পরে আমার দোকানের কিছু মালের রং নষ্টো হোয়ে যাচ্ছিল তাই সেইগুলাকে ঘষামাজা কোরে রং করি।
IMG_20240909_181205.jpg

IMG_20240909_134021.jpg

IMG_20240909_133933.jpg

IMG_20240909_133759.jpg

তার পরে সেগুলো রংকরা হোয়ে গেলে দোকানে বেশ কিছু কাস্টমারের কাছে মাল বিক্রি করি।আজকে সকালে বেচাকেনার চাপ কম থাকলেও বিকেলে বেশ চাপ ছিলো।অনেক ব্যাস্তো সময় পার করি বিকেলে।এর পরে দোকানে বোসে একটা ছবি তুলি।

IMG_20240910_095021.jpg

তারপরে বিকেল হোয়ে গেলে বাহিরে চেয়ার নিয়ে বসি। বাহিরে মৃষ্টি বাতাস টা বেস ভালো লাগছিলো।তখোন এক কাপ চা খেলাম।এরপরে সন্ধা হোয়ে আসে, তখোন দোকানের সারাদিনের বেচাকেনার হিসেব করে,দোকান বন্ধো কোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।এর পরে বাড়িতে এসে ফ্রেশ হোয়ে রাতের খাবার সেরে নেই।তারপরে একটু হাটাহাটি কোরে সুতে চোলে যাই।প্রিয়ো বন্ধুরা আজকের ব্লগ টি এপর্যন্তোই। শেষ পর্যন্ত সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95704.98
ETH 3335.81
USDT 1.00
SBD 3.09