BTC UPDATE - 26-10-2023steemCreated with Sketch.

in #btclast year

আজকে ২৪ ঘন্টায় বেটেছে ৩৩ হাজার ৭০০ থেকে ৩৪,৮০০ তে আপ ডাউন করতে ছিল। বিটিসি হঠাৎ করে এতটা বাড়ার পিছনে একটি নিউজ রয়েছে৷ বিটিসি কিছুদিন ৩৫ হাজার টাস করেছিল। একটি পজিটিভ নিউস নিউজ এর কথা শুনলাম এই নিউজ যদি পজেটিভ হয় তাহলে ৫০০০০ পার হয়ে যাবে। বিটিসি হঠাৎ করে বাড়তেছে এর কারনে অন্য কয়েন গুলো প্রায় ৫০% থেকে ১০০% লাভ হয়েছে। কালকে স্টিমের দাম অনেক বেড়েছিল। গত তিন চার দিন ধরে স্ট্রিম ২০ টাকা থেকে ৩৬ টাকা হয়েছিলো। দাম এক জায়গায় স্টেবল হচ্ছে না হঠাৎ করে মাঝে মাঝে স্টিমার দাম বাড়তেছে৷ ৩ মাস পর পর এভাবে স্টিমার দাম হঠাৎ করে বাড়ে আবার হঠাৎ করে কমে যায়। স্টীমের দাম বাড়লে হয়তো কিছুদিন পরে এসবিডি দেওয়া শুরু করবে।

সবাই এখন বিটিসিকে ফলো করতেছে। বিটিসি সবাই কিনতে চায় কারণ বেটিসি নাম্বার ওয়ান কয়েন। বিটিসি কয়েন অনেক মানুষ হোল্ড করে রেখেছে৷ এই বিটিসি নাম্বার ওয়ান কয়েন। এ কয়েন হোল্ড করলে কোন রিস্ক নাই। এর জন্য মানুষের হোল্ড করে রাখে। তবে বিটিসি হোল্ড করলে বেশি একটা লাভ হয় না। অন্যান্য কয়েনে যে পরিমাণ লাভ হয়।

IMG-20231027-WA0000.jpg

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68703.91
ETH 2503.79
USDT 1.00
SBD 2.54