কন্ট্রাক্ট -বুক রিভিউ

in #bookreview2 years ago (edited)

বইঃকনট্রাক্ট
লেখকঃমোহাম্মদ নাজিম উদ্দিন
জনরাঃক্রাইম,থ্রিলার


IMG_20220703_133708.jpg

এটি বেগ বাস্টার্ড সিরিজের দ্বিতীয় বই।প্রথম বই নেমেসিস এ আমরা ভাড়াটে খুনি বাস্টার্ড এর ধারনা পাই। বাস্টার্ড এই সিরিজের প্রধান প্রোটাগনিস্ট বা ভিলেন।বিখ্যাত লেখক কে খুন করার পর সে পালিয়ে যায় বিদেশে।কিন্ত হঠাৎ তাকে আবার দেখা যেতে থাকে বাংলাদেশের মাটিতে।সে দেখা করে দুই বড় ব্যবসায়ীর যারা তাকে একটি বিশেষ মিশন দেয়।তাকে খুন করতে হবে কুখ্যাত অপরাধী ব্ল্যাক রঞ্জু কে।
ব্ল্যাক রঞ্জু একজন কুখ্যাত অপরাধী যার প্রধান কাজ হল ব্ল্যাকমেইলিং করা আর চাদাবাজি।সে এসব কাজ নিয়ন্ত্রন করে প্রতিবেশী দেশ ভারত থেকে।
বাস্টার্ড এর কাছে তারা কয়েকটি বিশেষ শর্ত দেয় যে কাজটি শেষ করতে হবে ১৫ দিনের ভেতর,আর কাজটি এমন ভাবে করতে হবে যাতে মনে হয় যাতে তাদের উপর সন্দেহ না আসে।
IMG_20220703_133345.jpg

বাস্টার্ড কাজ শুরু হাতে নেওয়ার পর রঞ্জুর ঠিকানা জানার জন্য একের পর এক রঞ্জুর দলের লোকদের হত্যা করতে শুরু করে।এরই তদন্ত করতে গল্পে আবির্ভাব হয় হোমিসাইড গোয়েন্দা জেফরি বেগএর।
ঠিকানা সংগ্রহের এক পর্যায়ে বাস্টার্ড এর শরীরে গুলি লাগে এবং দুর্ভাগ্যক্রমে তার সাথে জড়িয়ে পরে অসহায় এক মেয়ে।সে কি পারবে এই অসহায় মেয়ে কে বাচাতে এবং রঞ্জুর আস্তানা খুজে বের করতে?
অন্যদিকে জেফরির তদন্তে কেচো খুড়তে কেউটে বেড়িয়ে আসে।সে জানতে পারে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলছে জঘন্য এক ষড়যন্ত্র। জেফরি কি পারবে এই ষড়যন্ত্র আটকাতে এবং বাস্টার্ড কে গ্রেফতার করতে? নাকি এবারো বাস্টার্ড তার হাত গলে বেড়িয়ে যাবে? কে ষড়যন্ত্র করল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে?
IMG_20220703_133323.jpg

এসব প্রশ্নের উত্তর পেতে আপনাকে অবশ্যই পড়তে হবে লেখকে প্রতিভার দুর্দান্ত পরিচয় দেওয়া এই বইটি। জেফরি বাস্টার্ড এর ইদুর বিড়াল খেলার মধ্যে দিয়ে সময় কখন পার হয়ে যাবে বুঝতেই পারবেন না।আর বইটি অবশ্যই হাতে সময় নিয়ে পড়া শুরু করবেন, কারন একবার শুরু করলে মাঝপথে থেমে যাওয়া অনেক কঠিন। আশা করি বইটি সুখপাঠ্য হবে।

বিঃদ্রঃএই বইয়ের কাহিনী অবলম্বনে একটি ওয়েব সিরিজ তৈরি করা হয়েছে। ওয়েব সিরিজ টির নাম ও কন্ট্রাক্ট।আপনারা চাইলে সেটিও দেখতে পারেন।

Sort:  

আপনার পোস্ট যথেষ্ট ভালো হয়েছে, তবে পোস্ট করার ক্ষেত্রে কিছু ভুল করে ফেলেছেন। পোস্ট করার আগে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি সাবস্ক্রাইব করে নিতে হবে। আপনি সাবস্ক্রাইব না করার কারণে আপনার পোস্ট অন্য কমিউনিটিতে হয়েছে।
আর যে ধরনের পোস্ট করবেন পোষ্টের ট্যাগ ঠিক সেই অনুযায়ী হতে হবে।

#book review ট্যাগ ব্যবহার করতে হবে।

আপনার উপদেশের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58668.45
ETH 3162.85
USDT 1.00
SBD 2.44