ইংরেজি সাহিত্যিক বই প্রেমীদের জন্য কিছু উপহার ।
The wind in the willows
Kenneth Grahame এর রচিত এই বইটিতে ইংল্যান্ডের গ্রাম-অঞ্চলে বসবাসরত বিভিন্ন পশুপাখিদের জীবন চিত্র ইংরেজির সহজ ভাষায় তুলে ধরেন। নানা ধরনের এডভেঞ্চার ও হাস্যকর কাহিনী দিয়ে বইটি ছোট-বড় সবাইকে সমান তালে আনন্দ দিবে। বইটি আপনি বাংলাদেশের বিভিন্ন বুক সেন্টারে পাবেন অথবা ইন্টারনেটে এর পিডিএফ ফাইল পাবেন ।
Lord of the flies
Lord of the flies বইটির নোবেল প্রাইজ প্রাপ্ত লেখক William Golding । এটি তার লিখিত সকল সাহিত্যিক বইয়ের মধ্যে অন্যতম একটি প্রধান বই। বইটিতে কয়েকজন কিশোর নিয়ে লেখা হয়েছে। ব্যস্ত শহরে বসবাসরত কিছু কিশোর ঘুড়তে বের হলে তারা এক পর্যায়ে একটি নির্জন দ্বীপে আটকে যায়। তারা ভয়ের পাশাপাশি আনন্দের মধ্য দিয়ে সময় অতিবাহিত কারে। কারন তারা সেখানে উন্মুক্ত পাখির মতো চলতে ফিরতে পারে, তাদেরকে বিধি-নিষেদ করতে কোন সমাজ ব্যবস্থাপনা ছিলনা সেখানে।
Animal Farm
George Orwell এই বইটি লিখেন। সকলে বলে এই বইটি তার প্রকাশিত সকল বইয়ের মধ্যে শ্রেষ্ঠ বই। বইটি প্রথম প্রকাশিত হয় ১৭ আগস্ট ১৯৪৭ সনে । বইটির কাহিনি নিয়ে এনিমেশন মুভিও প্রস্তুত করা হয় । বইটির মুল কাহিনী হচ্ছে একটি খামারের পশুদের ঘিড়ে। মুলত বইটিতে তিনি নেপোলিয়ানের অত্যাচার বুঝাতে নানা ধরনের ব্যাঙ্গাতক ভাষা ব্যবহার করেন। আমি আশা করি বইটি আপনাদের নজড় কাড়বে।
helpful post for beginners but i guess there are more books which are easy to read. also i think those who are not bookish they can watch English movies with subtitles so that their English listening and learning will be good and they can learn the accent.. i hope you will post more tricks for English learners.
পুরা পোষ্টা পড়লাম। আসলেই ভালো লাগছে । দারুণ লিখছেন ভাইয়া। ধন্যবাদ ।
You got a 90.51% upvote from @emperorofnaps courtesy of @zaku!
Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!
Those books are really awesome. I already read those books.
khub valo. aro post koro...
Thanks, I will