"মায়াবী চাহনি"
জিজ্ঞাসু মনে স্বপ্নালু চোখে
তাকিয়ে ছিল সে আমার অাঁখিপানে,
তার না বলা কথাগুলো হৃদয়ের ক্যানভাসে
প্রেমের গান হয়ে আমারে টানে।
রাতের শহরে জ্বলে সোডিয়াম অালো
থেমে গেছে কোলাহল, চারদিকে নিস্তব্ধ নিরবতা,
নৈশপ্রহরীর মতো উচু দালানের ছাদে
খোঁজে ফিরি তাকে, ঘুমহীন দু চোখের পাতা।
শহরের অলিগলি অার রাজপথে
কোথাও দেখিনা তার রাঙ্গা পদচিহ্ন,
তবু খোঁজি তাকে শহর থেকে শহরে
তাকে ছাড়া জীবন একেবারে'ই অপূর্ণ।
কেন সে তাকিয়ে ছিল?কি প্রশ্ন মনে ছিল?
যা সে কখনো বলেনি অামায়,
তার সে মায়াবী চাহনি, এখনও ভুলিনি অামি,
প্রতীক্ষার প্রহরগুনি অধরা প্রেমের অাশায়।
শহরের চাকচিক্যময় রঙ্গের বাহারে ভরেনা মন,
তীর্থেরকাকের মত রয়েছি তার অাশে,
চাতকবেশে দুর অাকাশে খোঁজে নয়ন
যদি সে ফিরে অাসে নীলাকাশের মেঘে ভেসে।
ব্যস্ত জীবনে তাকে খোঁজে ফিরে-
মনের অজান্তে হারায়েছি কত সময়,
টানেলের শেষপ্রান্তে মৃদু অালোকরেখা জ্বলে
সে অালোতে নতুন স্বপ্ন দেখে আমার হৃদয়।
back
done
amr tay dan
done
back plz
done.
follow me:https://steemit.com/love/@shuaib682/usd-steemit-lover-group-a#comments
and get back
back
nice post