আজব হলেও সত্য, ক্ষণে ক্ষণে বদলায় পানির রং

in #blue6 years ago

আজব হলেও সত্য যে, ইন্দোনেশিয়ার কেলিমুতু আগ্নেয়গিরির ৩টি হ্রদের পানির রং ক্ষণে ক্ষনে বদলায়। আর এ নিয়ে পর্যটকদেরও কৌতুহলেরও শেষ নেই। হ্রদ ৩টি হলো-

১) তিওউ আতা মবুপু এর পানির রং নীল,
২) তিওউ নুওয়া মুরি কু ফাই এর পানির রং সবুজ,
৩) তিওউ আতা পোলো এর পানির রং লাল।

water.JPG

কিন্তু এ রং সর্বদা এক রকম থাকে না। ক্ষণে ক্ষণে বদলায়। কখনো এ হ্রদগুলোর পানির রং সাদা, ফিরোজা, নীল ও লাল হয়। আবার কখনো তা পরিবর্তিত হয়ে কালো, ফিরোজা, নীল ও কোকাকোলা ব্রাউন হয়।

বিশেষজ্ঞদের মতে পানির এ রং বদলানোর জন্য পানিতে অবস্থানরত শ্যাওলা ও ব্যাকটেরিয়া দায়ী। আবার হ্রদগুলোর পানির রং বদলানোর জন্য আগ্নেয়গিরির গ্যাসের ভূমিকা রয়েছে বলেও অনেকে মনে করেন।

এ হৃদগুলোর স্থানীয় নাম বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। তা হলো-

১) বৃদ্ধের হ্রদ, ২) যুবকের হ্রদ ও ৩) মন্ত্র:পূত হ্রদ। স্থানীয়দের বিশ্বাস পরলোকের সাথে এ হ্রদগুলোর যোগসূত্র রয়েছে। তাদের মতে- পরলোকের দেবতা মায়ে বিগত আত্মাদের কৃতকর্ম অনুযায়ী একেকটি হ্রদে প্রেরণ করেন।

কিন্তু প্রকৃতপক্ষে এ হ্রদগুলোর পানির রং বদলানোর আসল রহস্য আজও উদঘাটিত হয়নি।
-----------------------------০০০-----------------------------

Sort:  

Thank you so much for using our service! You were protected from massive loss up to 20%

You just received 54.22% upvote from @onlyprofitbot courtesy of @jalal-uddin!

Want to earn more with us? Our APR can reach as high as
15% or more!

More portion of profit will be given to delegators, as the SP pool grows!

Comment below or any post with "@opb !delegate [DelegationAmount]" to find out about current APR, estimated daily earnings in SBD/STEEM

You can now also make bids by commenting "@opb !vote post [BidAmount] [SBD|STEEM]" on any post without the hassle of pasting url to memo!

* Please note you do not have to key in [] for the command to work, APR can be affected by STEEM prices

You got a 48.59% upvote from @whalecreator courtesy of @jalal-uddin! Delegate your Steem Power to earn 100% payouts.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67644.39
ETH 3483.63
USDT 1.00
SBD 2.65