রক্ত দেওয়ার আগে ও পরে করণীয় বিষয়।

in #blooddonation6 years ago

blood-donation1.jpg
source

রক্তদান আমাদের শরীরের জন্য ভালো ও এটি একটি সামাজিক কর্মসূচি। রক্তদানে আমাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত তবে রক্ত দেওয়ার আগে ও পরে বেশ কিছু ব্যাপারে আমাদের খেয়াল রাখা উচিত। চলুন জেনে নিই।

রক্ত দেয়ার আগে ------

তরল খাবার : রক্ত দেয়ার আগে তরল খাবার খেয়ে নিন কিন্তু তৈলাক্ত কিছু খাবেন না।

পর্যাপ্ত ঘুম : যেদিন রক্ত দেবেন তার আগের দিন রাতে ভালো করে ঘুমিয়ে নেবেন ও তার ২ দিন আগে কোনো ঘুমের ঔষধ খাবেন না।

গান শোনা : গান শুনতে পারেন বা পাশে কোনো রক্ত দাতাদের সঙ্গের কথা বলতে পারেন ও এমন একটি শার্ট পড়ুন যেটার হাতা কনুই এর উপর তোলা যায়। রক্ত দেয়ার সময় কোনো চাপ অনুভব করা ক্ষতিকর।

রক্ত দেওয়ার পরে -----

অ্যালকোহল জাতীয় পানীয় : যেদিন রক্ত দেবেন সেদিন ভারী কিছু বহন করবেন না। রক্ত দেওয়ার পরে কম করে অন্তত ৪ গ্লাস জল খান ও অ্যালকোহল জাতীয় পানীয় এড়িয়ে চলুন।

মাথা ঘোরা : রক্ত দেয়ার পরে হটাৎ করে উঠলে অনেকের মাথা ঘোরাতে পারে এরকম সমস্যা হলে কিছু সময় শুয়ে থাকুন, একটু ভালো বোধ করলে তারপর উঠুন।

চুলকানি: আপনার হাতে যে ব্যাণ্ডেজ লাগানো থাকে সেটি কয়েক ঘন্টা রাখুন ও ব্যাণ্ডেজ খোলার পর সেই জায়গাটা ভালো করা পরিষ্কার করুন নালে চুলকানি হতে পারে।

আয়রন, ফোলাইট: আয়রন, ফোলাইট, রিবোফ্লাবিন, ভিটামিন বি৬ সমৃদ্ধ খাবার যেমন লাল মাংস, মাছ, ডিম, কিশমিশ, কলা ইত্যাদি রক্ত তৈরিতে সাহায্য করে তাই এইসব খাবার বেশি করে খান।

শারীরিক পরিশ্রম: রক্ত দানের কয়েক ঘণ্টার জন্য শারীরিক পরিশ্রমের কাজ করবেন না ও বেশ কিছুদিন একটু বেশি সময় করা বিশ্রাম নিন। অবহেলা না করে প্রচুর পরিমাণে জল ও জল জাতীয় খাদ্য গ্রহণ করবেন।

তিন মাস পর : মনে রাখবেন তিন মাস পরে আবার পুনরায় আপনি রক্ত দিতে পারবেন তার আগে দেওয়া উচিত নয়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66683.89
ETH 3311.03
USDT 1.00
SBD 2.70