ধূসর কালো মেঘে ডাকা অদ্ভুত আকাশের দৃশ্যটি।

in #blog4 months ago

Hello everyone

বিসমিল্লাহির রহমানির রাহিম।

আসসালামু আলাইকুম। শুভ সকাল, কেমন আছেন বন্ধুগন?। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা ভালো থাকেন এটি আমার প্রত্যাশা। সবার জন্য শুভ কামনা রইল। এবং পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমাকে সুস্থ রাখার জন্য।

আজ আপনাদের মাঝে দূর্বল একটি আকাশের চিত্র সম্পর্কে ব্যখা করব।

চলুন তাহলে শুরু করা যাক।

আমার ক্যামেরায় ধারণ করা দূর্বল চিত্রটি হল মেঘ জমা আকাশের। এটি দেখলে মনে হয় কোন চিত্র শিল্পী তা নিজের হাতে এঁকেছে । এটি বিকাল গড়িয়ে সন্ধ্যা বেলার আকাশের দৃশ্য। আকাশে কালো মেঘ জমে আছে দেখতে একটু ভয় ভয় লাগছে। উঁকি মেরে আছে বড় বড় তাল গাছ তার ফাঁকে মেঘের স্থপ, দেখতে অসাধারণ লাগছে।

20240727_174450.jpg

এটি ছিলো বিকাল বেলা হাঁটতে যাওয়ার দৃশ্য। আকাশে মাঝে মাঝে এমন অদ্ভুত দৃশ্য ধারণা করে। আজ আকাশটা ধূসর, কালো, আগুনোর রঙে মেতেছে। নিচে সবুজ গাছগাছালি দেখতে দারুণ। আমরা সাধারণত দেখি এবং জানি আকাশের রং নীল অর্থাৎ আকাশী কিন্তু মাঝে মাঝে এমন অদ্ভুত দৃশ্য দেখলে মনে প্রশ্ন জাগে কোন এমন অসাধারণ লাগে আকাশ টা কে? আমরা জানি যানবাহনের কালো ধোঁয়া উড়ে গিয়ে আকাশে জমে কালো মেঘের সৃষ্টি হয়।

20240727_174644.jpg

আমরা বিশাল এই আকাশের নিচে বাসবাস করি। আকাশের এমন রং বদলানোর দৃশ্য খুব সুন্দর লাগে, মনে চায় একবার ছুঁড়ে দেখি। বিশাল এই অদ্ভুত আকাশ আমাদের হাতের নাগালের বাহিরে। এমন অদ্ভুত আকাশের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। মেঘ এমন ভাবে জমে থাকে মনে হয় বেশি দূর না সামনে এগিয়ে গেলে হাত দিয়ে ধরা যাবে। স্বপ্নের আকাশ ছোঁয়ার ইচ্ছে জাগে সবার মনে ক্ষণে ক্ষণে।

20240727_174607.jpg

প্রিয় স্টিম বন্ধুগন আজকের জন্য এখানেই শেষ করলাম। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা।

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করিবেন। আল্লাহ হাফেজ

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.20
JST 0.034
BTC 89846.05
ETH 3077.33
USDT 1.00
SBD 2.96