আমাদের পোষা প্রাণী খরগোশ। 🐰🐰

in #blog7 days ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রইল। এবং সবার জন্য শুভ কামনা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আমাদের পোষা প্রাণীর বেড়ে উঠার গল্প। চলুন তাহলে শুরু করা যাক।

20240524_205742.jpg

কথায় আছে জীবে প্রেম করে যে জন সেই জন সেবিসে ইশ্বর। সবার বাড়িতে কম বেশি পোষা প্রাণী আছে। সঠিক যত্নের মাধ্যমে প্রাণীগুলো বেরে উঠছে। পর্যাপ্ত আলো, বাসের প্রাণীদের রক্ষানাবেক্ষণ করতে হয়। আমরা এমন অনেক প্রাণী পোষি যাতের খাচায় বন্দী করে রাখা যায়, আবার এমন অনেক প্রাণী পোষি যাদের খাবারে আবদ্ধ করে রাখা যায়, এবং মাঠে বিচরণ করতে দেয়া যায়। বিশেষ করে পাখিদের আমরা অধিক ভালোবেসে খাচার বন্দি করে রাখি।

20240524_205738.jpg

আমার বাড়িতে সাত আট টি খোরগশের বাচ্চা আছে। তাদের আমি অনেক যত্ন করে থাকি। বাচ্চাগুলো বেশি ঘাস খেতে ভালোবাসে, কচি ঘাস তাদের প্রিয়। তাই ঘাস কেটে এনে তাদের খেতে দেই। খাঁচা থেকে বেড় করে দিলে শিয়ালে বাচ্চাগুলোকে ধরে নিয়ে খেয়ে ফেলে। খরগোশ গুলো যে ঘরে থাকে যেখানে তারা গর্ত করে বাসা বানিয়ে থাকে। একটি খরগোশ এক সাথে দু একটি বাচ্চা দিয়ে থাকে। বাজারে খরগোশর
অনেক চাহিদা রয়েছে।

আজকে এ পর্যন্ত ই । আল্লাহ হাফেজ

ধন্যবাদ সবাইকে।।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66619.84
ETH 3497.62
USDT 1.00
SBD 2.71