শীতের সন্ধ্যায় চায়ের আড্ডায় বন্ধুদের সাথে উষ্ণতার গল্প।।

in #blog9 months ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

শীতের হিমেল সন্ধ্যায় চায়ের ধোঁয়া আর আড্ডার উত্তাপে জমে ওঠে এক অন্য রকম পরিবেশ। বন্ধুত্বের এই নিরবচ্ছিন্ন মুহূর্তগুলো যেন দিনশেষে সবার ক্লান্তি ভুলিয়ে এক নতুন প্রেরণার যোগান দেয়।

IMG20250121191954.jpg

শুক্রবারের সন্ধ্যায় আমরা কয়েকজন বন্ধু মিলে বের হলাম স্থানীয় চায়ের দোকানে। ঠান্ডা বাতাস গায়ে মাখতে মাখতে দোকানের বেঞ্চে বসে চায়ের কাপে চুমুক দিলাম। গরম চায়ের সাথে সঙ্গে কথা বলার বিষয়েরও অভাব নেই। রাজনীতি, সিনেমা, খেলাধুলা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা রসিকতা—সবই ছিল আড্ডার তালিকায়।

IMG20250121192015.jpg

দোকানের মালিক আমাদের চেনা, তাই বারবার বলার আগেই চায়ের কাপ নতুন করে ভরে দিচ্ছিলেন। চায়ের ওয়াডার দিয়ে আমরা বাদাম খাচ্ছিলাম যা পুরো আড্ডাটাকে আরও রঙিন করে তুলেছিল। বন্ধুরা একে অপরকে রসিকতার মাধ্যমে ঠাট্টা করছিল, আবার জীবনের গভীর কোনো বিষয় নিয়ে সিরিয়াস আলোচনা হচ্ছিল।

IMG20250121181219.jpg

শীতের সন্ধ্যা মানেই যেন একখণ্ড সময় চায়ের ধোঁয়ার সঙ্গে জীবনের টুকরো আনন্দ ভাগাভাগি করা। চায়ের কাপগুলো খালি হয়ে গেলেও আড্ডার রেশ থেকে যায় অনেকক্ষণ। এই ছোটখাটো মুহূর্তগুলোই জীবনের বড় আনন্দের গল্প হয়ে থেকে যায়।

IMG20250121191952.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা,বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

বন্ধুত্বের এই শীতের সন্ধ্যা যেন বারবার ফিরে আসে, আর আমাদের জীবনকে আরো সমৃদ্ধ করে তোলে।

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 109812.05
ETH 3841.53
USDT 1.00
SBD 0.49