সবাই মিলে ঘুরতে গেলাম ঝিনাইদাহের জোহান পার্কে।।

in #blog10 months ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

ঝিনাইদহ জেললার সবথেকে বড় পার্ক জাহান পার্ক। এই পার্কটি অনেক সুন্দর করে সাজানো। এর আগেও কয়েকবার এখানে যাওয়া হয়েছে। কিন্তু ঢাকা থেকে আমার খালারা আমাদের এখানে ঘুরতে আসে। তারা কখনো এই পার্কে ঘুরতে আসেনি, তাই পরিবারের সবাই সিদ্ধান্ত নিলাম আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসবো। আমাদের প্রাইভেট কারে সর্বোচ্চ ৬ থেকে ৭ জন যাইতে পারে, কিন্তু আমাদের বাড়িতে লোক সংখ্যা ছিল 12 জন, তাই আমরা দুইটা বাইক নিয়ে সবাই মিলে চলে যাই সেই পার্কে। পার্কে ঢোকার আগে কি একটা অনেক সুন্দর করে সাজানো থাকে।

IMG20241225135657.jpg

IMG20241225163846.jpg

টিকিট কেটে আমরা দিয়ে প্রবেশ করি প্রবেশ করার পর সবার কাছে ভালো লাগছিল বিশেষ করে পার্কের আশপাশে খুব সুন্দর করে সাজানো ছিল। একটি গেট থেকে একটি রাস্তা ঢোকার সময় দেখা যাচ্ছিল সুন্দর লাভ আকৃতির গেট গুলো, যেগুলো পার্কের সৌন্দর্য কারো বাড়িয়ে দেয়।।

IMG20241225135659.jpg

কিছুদূর যাওয়ার পর দেখতে পারি সবুজ গাছ দিয়ে পার্কের নাম সুন্দর করে লেখা আছে লেখাটা দেখতে অনেক ভালো লাগছিল সবাই এর সাথে দাড়ি অনেক ছবি তোলে।
IMG20241225142208.jpg

এরপর আলাদা একটি ইভেন্ট ছিল যেখানে টিকিট দিয়ে ঢুকতে হয়, আর সেটা ছিল ফুলের রাজ্য। সেখানে পাহাড়ী রঙের ফুল লাগানো ছিল। জায়গাটা অনেক সুন্দর ছিল। সবাই সেখানে ঢুকি।

IMG20241225144531.jpg

অনেক ছবি তুলতে থাকি, পার্কটাতে ছবি তোলার মতো অনেক জায়গা ছিল। অনেক অনেক ছবি তুলি আমি।

IMG20241225163510.jpg

IMG20241225142824.jpg

ঘোড়া শেষ করে সুন্দরভাবে আবার বাড়িতে চলে আসি । বাড়িতে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তারপরও সেখানে ঘুরে আমরা অনেক মজা পাই। সবার কাছেই অনেক ভালো লাগে জায়গাটা। আপনারা যদি কখনো ঝিনাইদহ আসেন তাহলে এবারটিতে অবশ্যই আসবেন।

IMG20241225163639.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
# ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 105384.84
ETH 3774.40
USDT 1.00
SBD 0.59