অনেক বছর পর বলুহর প্রজেক্টে আমরা সবাই একত্রিত হলাম।। স্মৃতিময় একটি দিন কাটলো।।

in #blog5 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

কালকের দিনটা ছিল রোজ বুধবার। আমার কওমি মাদ্রাসার সকল বন্ধুরা প্লান করলাম একসাথে হব। কারণ সবাই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আর একসাথে হওয়া হয় নাই। তাদের কথা খুবই মনে পড়ে। কেননা ছোটবেলাতে আমি তাদের সাথেই থেকেছি খেয়েছি ঘুমিয়েছি। আর আমাদের ব্যাচের সকলের মাঝে খুবই একটা ভালো মহব্বত ছিল। পুরো মাদ্রাসার ভিতরে আমরা একমাত্র ব্যাচ ছিলাম, যাদের একটি ছাত্রদের মাঝে একে ঐক্য ছিল। আলহামদুলিল্লাহ আমাদেরও সেই ঐক্য এখনো আছে।

আমাদের মেসেঞ্জার গ্রুপে সবাই আলোচনা করে ঠিক করলাম কোটচাঁদপুর বলহার প্রজেক্টে আমরা সবাই একত্রিত হব।
IMG20240821153013.jpg
আমাদের জামাতে সবথেকে বড় যে ভাই ছিল, তিনি হলেন কুতুবুদ্দিন ভাই। ভাই বর্তমানে খুলনাতে একটি মাদ্রাসায় একটু মসজিদে আছে। ভাইয়ের যেহেতু অনেক দূরে বাসা। তাই ভাই সকাল সকাল ট্রেনে উঠে যায়। কোটচাঁদপুর এসে লাবার পরে আমি ভাইকে আমাদের বাসায় নিয়ে আসে।।

এরপর আমাদের বাড়ির আশেপাশে পরিবেশ ভাইকে ঘুরিয়ে দেখায়। আমাদের বাড়ি পরিবেশ ভাইয়ের খুবই পছন্দ হয়েছে। সুন্দরভাবে গুছানো ছিল আমাদের বাড়িটা।এখন বাকিরা সবাই বাসে উঠে যায়। তখন আমি ও কুতুব উদ্দিন ভাই বলুহর স্ট্যান্ডে যে দাঁড়ায়। সেখানে নামার পথে একটি দুঃখজনক ঘটনা ঘটে যায় । আরাফাতের হাত বাসের দরজার চিপায় পড়ে বড় আকারে কেটে যায়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই এবং ব্যান্ডেজ করে নিয়ে আসি। এরপর একটি চায়ের দোকানে বসে আমরা রুটি কলা খাই।

IMG20240821141111.jpg

এখানে সময় দিতে প্রায় দুইটা বেজে যায়।আস্তে আস্তে আমরা প্রজেক্টের দিকে যাই। প্রজেক্টে মসজিদে যে আমরা অবস্থান করি। এবং সেখানে জোহরের নামাজ আদায় করি। নামাজ শেষ করে আমরা সবাই বসে অনেক আড্ডা দিচ্ছিলাম। কারণ অনেকদিন পর আমরা একসাথে হয়েছিলাম । আড্ডা শেষ করেই আমরা বাহিরে ঘুরতে বের হয়ে যায়। এত বড় প্রজেক্টটা দেখে সবারই পছন্দ হয়েছিল। আমরা সবাই কিছু ছবি তুলি।

IMG20240821141301.jpg

এরই মাঝে আব্দুর রহমান ও জাহিদ আমাদের জন্য টিপস কিনে নিয়ে আসে। হাঁটতে হাঁটতে চিপস খাওয়ার মজাটা আলাদা ছিল। তার সাথে ছিল সেই মাদ্রাসায় কারাকরি করে খাওয়ার মত আনন্দ।একজন আরেকজনেরটা নিয়ে টাটানি করছিলাম। বিশেষ করে আব্দুর রহমানের সাথে কেউই পারে না সে একাই তিন জনের কাছ থেকে তিনটে চিপস নিয়ে নেয়।

IMG20240821153536.jpg

IMG20240821153247.jpg

এরপর আস্তে আস্তে আমরা পুকুরপাড় বাড়ির দিকে যাই এবং পুকুর গুলো দেখতে থাকি।

IMG20240821160407.jpg

এমন করতে করতেই বিকেল হয়ে আসে এরপর আমরা বাজারের দিকে যাই, সেখান থেকে আব্দুর রহমান আরাফাত রিয়াদ আব্দুল্লাহ ওরা কালিগঞ্জ চলে যায়। আমি জাহিদ কুতুব উদ্দিন ভাই ও সাকিব এ চারজন যায় হোটেলে কিছু খাওয়ার জন্য। সেখানে যে আমরা গরুর গোশত দিয়ে ভাত খাই। রান্নাটা খুবই মজাদার ছিল।

এরপরে চলে যাই কলেজ স্ট্যান্ডের দিক দিয়ে একটি রাস্তা দিয়ে, সেখানে আমাদেরই একটি সহপাঠী ভাই থাকে। তার কাছে যে অনেকক্ষণ সময় কাটাই। সেখানে আমরা আলুর চপ বেগুনি ভাজাপোড়া খাই।

IMG20240821181110.jpg

IMG20240821181107.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
তখনই মাগরিবের সময় হয়ে যায়। এরপর আমি আর সাকিব বাড়ির দিকে চলে আসি। জাহিদ আর কুতুব উদ্দিন ভাইকে কালিগঞ্জের গাড়িতে তুলে দেই।দীর্ঘ পাঁচ থেকে সাত বছর পর এমন একসাথে হতে পেরে আড্ডা দিতে পেরে খুবই ভালো লাগছিল। আবারো সময় পেলে আমরা একত্রিত হব ইনশাল্লাহ।

ধন্যবাদ

Sort:  

ঘুরতে যাওয়ার জন্য সুন্দর একটি জায়গা হলো প্রজেক্ট।আমি বেশ কয়েকবার এই জায়গাটিতে ঘুরতে গিয়েছি।জায়গাটি খুবই সুন্দর।এখানে বর্ষার মৌসমে এখানে অনেক পদ্মফুল ফুটে থাকে।

জীবনের একটা পর্যায়ে এসে ছোটবেলার সকল বন্ধুদেরকে আলাদা হয়ে যেতে হয়, কারণ প্রত্যেকেরই একটি সুন্দর ভবিষ্যৎ রয়েছে, তারাও চায় তাদের ভবিষ্যৎকে রাঙিয়ে তুলতে। ঠিক যখন তারা সবাই একসাথে হয়, সেই স্মৃতিগুলো কখনো ভোলার মত হয় না।

এটি খুব সুন্দর একটি প্রজেক্ট। অনেক মানুষ এখানে ঘুরতে আসে। এখানে বিভিন্ন ধরনের নৌকা আছে সকলে নৌকায় চড়ে বিভিন্নভাবে ঘুরে বেড়ায়। এটি অনেক বড় একটি এরিয়া নিয়ে গঠিত

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

"আরো সময়ের জন্য সাকিব ভাইদের সাথে মিশ্রি হতে পারি! 😊 এখানে আমার লেখা, ছবি, সঙ্গীত ইত্যাদির ভিড় থাকে। এটা পছন্দ না হলে আমার সংবাদ, ফেচবুক, ইনস্টাগ্রাম খোঁজি। এর শিরোনাম "হুষিয়া"।

I also gave you a 0.21% upvote for the delegations you have made to us. Increase your delegations to get more valuable upvotes. Cheers! 🎉

Help Us Secure the Blockchain for You

Your vote matters! Support strong governance and secure operations by voting for our witnesses:

Get Involved

Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.452540514907094 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @tanvirahammad,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63122.96
ETH 2686.06
USDT 1.00
SBD 2.57