আমাদের গ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মোবাইল লুডু টুর্নামেন্ট।।

in #blog8 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

সাম্প্রতিক আমাদের গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রম ধরনের লুডু টুর্নামেন্ট। বর্তমানে দেখা যায় মোবাইল লুড অনেক জনপ্রিয়তা পেয়েছে। আমাদের গ্রামের চায়ের দোকানগুলোতে দেখা যায় সন্ধ্যা হলেই লুডুর আসর বসে। তারই প্রেক্ষিতে যুবকদের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী লুডু টুর্নামেন্ট।

IMG20241227204409.jpg

IMG20241227203756.jpg

টুর্নামেন্টের আয়োজন পদ্ধতি।

IMG20241227212045.jpg

যেহেতু বর্তমানে মোবাইলের লুডু খেলা অনেক বেশি জনপ্রিয়, তাই মোবাইলের মাধ্যমে এ খেলার আয়োজন করা হয়। আমাদের গ্রামও অন্যান্য গ্রাম থেকে মিলিয়ে মোট ১৬ টি দল এই খেলায় অংশগ্রহণ করে। প্রত্যেকটা দলে দুজন মূল খেলোয়াড় ও একজন এক্সট্রা খেলোয়াড় হিসেবে থাকে। এবং উক্ত খেলায় বাইরের থেকে কোন ধরনের কথা কেউ যেন না বলে সে ব্যাপারে ভালোভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়। প্রথম পুরস্কার হিসেবে থাকে রাজাহাস, এবং রানার্স আপ দলের জন্য থাকে পাতিহাঁস।

প্রতিযোগিতার আকর্ষণ।

IMG20241227204224.jpg

IMG20241227212149.jpg

টুর্নামেন্ট ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটি টুর্নামেন্ট। প্রতিটি খেলা হয় নকআউট পর্ব। এবং প্রতিটি দল তিন রাউন্ড করে খেলার মাধ্যমে পরবর্তী রাউন্ডে যায়। প্রতিযোগীরা তাদের দক্ষতা, ধৈর্য ও পরিকল্পনার নৈপুণ্য প্রদর্শন করে। সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড হয় সবথেকে জমজমাট খেলা, দর্শকরা খেলা দেখতে মুখিয়ে ছিল । সবার চোখ ছিল মোবাইলের লুডুর গুটির দিকে। আর ফাইনাল ম্যাচটি ছিল রোমাঞ্চে ঘেরা।

উক্ত খেলার বিজয়ীগণ।

উক্ত খেলায় বিজয়ী হয় আরমানের দল। যিনি অসাধারণ কৌশলের মাধ্যমে খেলার মুগ্ধতা ছড়ান। এবং উক্ত খেলায় রানারআপ হয় ইয়াসিনের দল। তারা অনেক ভালো খেলে, এবং শেষ মুহূর্তে এসে পরাজয় বরণ করে

IMG20241227212528.jpg

ভবিষ্যৎ পরিকল্পনা।

এতে ছিল আমাদের এলাকার প্রথম লুডু টুর্নামেন্ট। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে টুর্নামেন্টে শেষ হয়। ১৬ টি দলের মোট ৯৬ জন খেলোয়াড় উপস্থিত ছিল। এবং সবার জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। আগামীতে এই টুর্নামেন্টটি আরো বড় করার ও পরিকল্পনা আছে। এবারে টুর্নামেন্টে হয় গ্রাম ভিত্তিক। আগামীতে থানা অথবা জেলাভিত্তিক আয়োজন করার পরিকল্পনা চলছে। পরবর্তীতে আরো সুন্দর করে আয়োজন করা হবে বলে আশা করি।

IMG20241227204420.jpg

মোবাইল লুডু টুর্নামেন্টের এই আয়োজন প্রতিযোগিতামূলক খেলার জগতে নতুন এক অধ্যায়ের রচনা করেছে। এটি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। এবং ভবিষ্যতে এর জনপ্রিয়তা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ধন্যবাদ ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.27
JST 0.041
BTC 98339.25
ETH 3633.10
SBD 3.58