হঠাৎ করেই রাজহাঁস দিয়ে বন্ধুদের সাথে বনভোজনের আয়োজন।।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
অনেক দিন হলো বন্ধু বান্ধব কারো সাথে দেখা হয় না। মেসেনজারে হঠাৎ করে বললাম চলো কাল বিকেলে পিকনিক করি। মোটা মোটি যারা ছিলো সবাই রাজি হয়ে গেল। কয়েকজন বাহিরে থাকায় তারা মিস করেছে। আবার কয়েকজন না না করলেও পরে জোর করে রাজি করানো হয়।
ওইদিন বিকেলে আমি আমাদের গাড়ি নিয়ে বের হয়ে পড়ি পিকনিকের উদ্দেশ্য। যেয়ে দেখি সবাই বাজার করতে গেছে শুধু সাগর বন্ধু বসে আছে। তার সাথে গল্প করছিলাম তখনি তারা বাজার নিয়ে চলে আসে। এরপর সব কিছু দেখলাম কিছু জিনিস পাওয়া যায় নাই সেগুলোর জন্য বাজারে যাওয়ার দরকার ছিলো। তাই হাস নিয়ে চলে গেলাম জাহিদদের বাড়ি সেখানে হাস পরিষ্কার করলাম আমি আর জাহিদ আর সাহেদ ওই দিকে ঝাল পেয়াজ কাটতে লাগলো। প্রায় শেষ করে আমি আর সাহেদ বাজারে গেলাম, দই,পানি,আর আদা কিনে আনলাম। এসে দেখি নাইম আর ইমরান ও চলে এসেছে। তারা হাস কাটছে
আর এদিকে আমি আর জাহিদ মশলাগুলো সব গুরো করে ফেললাম। সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেলাম মুক্তাররের মসজিদে। প্লান করলাম কিভাবে কি করবো সারা রাত। রাশেদের সাইকেল নষ্ট হয়ে যায় যার ফলে সে আসতে পারেনা। তাই আমি আর জাহিদ মোটরসাইকেল নিয়ে তাকে নিয়ে আসি। এরপর সবাই চলে যায় বিলের মাঝখানে, সেখানে আমাদের রান্না শুরু করার জন্য খড়ি গুছাই। অবশেষে আমরা খিচুড়ি রানা বসাই দেই। শাহেদ আর রাশেদুল রান্না করতে ছিল, সাথে মুক্তার সাগর রনি এরা সবকিছু গুছিয়ে দিচ্ছিল। আমি আর ইমরান বসে বসে স্পেন ও জার্মানির ফুটবল ম্যাচ দেখছিলাম। খিচুড়ি রান্না শেষ হইলে গোস্ত রান্নার জন্য বসিয়ে দেই। খিচুড়ি রান্না করতে যেয়ে শাহেদ হাতে আগুনের ছ্যাক খায়। তাই গোস্তটা আমি রান্না করতে থাকি।
গোস্ত রান্নাটা অনেক সুন্দর হয়েছিল কালার টা দেখতে বোঝা যাচ্ছিল যে খেতে অনেক মজা হবে। আর ঘ্রাণ টা অনেক সুন্দর ছিল, সবাই মুখিয়ে ছিলো কখন তারা খাবে।
দোস্ত রান্না শেষ হলে, সবাই মিলে হাঁটতে বের হই নিস্তব্ধ পরিবেশে হইহুল্লোড় করতে থাকে। সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে রাত যখন দুইটা বাজে তখন আমরা খাবার পরিবেশন করতে থাকি,
খাওয়া-দাওয়া শেষ করে একটি চট ছিল সেখানে সবাই শুয়ে বিশ্রাম করতে থাকে। আর পর্তুগাল ফ্রান্সের খেলা দেখতে থাকি। চেয়েছিলাম পর্তুগাল জিতুক কিন্তু পেনাল্টি শুট আউটে তার হেরে যায়।
খেলা দেখা শেষ হলে, ফজরের আযানের সময় হয়ে যায়, তাই সবকিছু গুছিয়ে আমরা মুক্তারে মসজিদে চলে আসি।
এরপর কিছুক্ষণ ঘুমিয়ে সবাই সবার মতন চলে যায় বাসায়। বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে এমন আড্ডা দিতে খুব ভালো লাগে। কারণ অনেকদিন পর একসাথে হওয়া যায়। আজকের দিনটি সত্যিই অসাধারণ ছিল, আশা করি সময় পেলেই আমরা এভাবে একত্রিত হব।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Congratulations, your post has been upvoted by @upex with a 2.11% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Visit https://botsteem.com to utilize usefull and productive automations #bottosteem #upex
Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.550915008635712 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
bangla.witness কে ভোট দেওয়ার ধন্যবাদ আপনাকে ♥️