গ্রামবাংলায় বিকেল হলেই দোকানগুলোতে দেখা যায় ভাজাপোড়া বিভিন্ন খাবার।।

in #blog11 months ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

আগামীকাল বিকেলে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে আমার নিজস্ব কিছু কাজ ছিল। ঢাকায় চলে যাব সেজন্য একটা প্যান্ট কিনে। এরপর গাড়ির টিকিট কেটে আসি। আসার পথে দেখতে পাই রাস্তার পাশে দোকানগুলোতে বিভিন্ন ভাজাপোড়া খাবার ভিত্তি হচ্ছে। এ সকল ভাজাপোড়া খাবার গুলো খেতে খুবই ভালো লাগে। তাই আগ্রহ নিয়ে সেখানে দাঁড়ালাম। আর সেখানকার পেয়াজু অনেক বেশি বিখ্যাত।

IMG20241125192931.jpg

IMG20241125192909.jpg

যেহেতু রাত বেশি হয়েছিল সেহেতু দোকানে তেমন কিছু ছিল না। শুধু পেঁয়াজ টাই ছিল। দোকানদারকে বললাম পিয়াজে কতটুকু আছে, সে বলল এই দুইশত গ্রাম মতন হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে সবগুলো আমাকে প্যাকেট করে দিন।

IMG20241125192918.jpg

২০০ গ্রাম পেঁয়াজু দাম ছিল ৫০ টাকা। টাকাটা দিয়ে আমি পিয়াজু নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে শীতের দিনে এমন গরম গরম পেয়াজু সবাই মিলে খাই।

IMG20241125192935.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
মাঠে
পেয়াজু গুলোর স্বাদ ভালোই ছিল। তবে পেয়াজু গুলোতে পেয়াজের পরিমান অনেক কম ছিলো। গ্রামে আসলে এ ধরনের খাবার গুলো বেশ খাওয়া হয়।

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.034
BTC 110592.94
ETH 3872.80
USDT 1.00
SBD 0.61