আমার ক্যাম্পাসে সবথেকে প্রিয় জায়গা এটি।।

in #blog12 hours ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস সকলের কাছেই প্রিয় থাকে। তবে সে ক্যাম্পাসের এমন কিছু জায়গা থাকে, যে জায়গাটা অনেকের কাছে প্রিয় জায়গা হয়ে ওঠে। ঠিক তেমনি ক্যাম্পাসের এই জায়গাটি আমার অনেক প্রিয়। কলেজে যখনই আসি, তখনই অবসর সময় এই জায়গায় বসে সময় অতিবাহিত করি।

IMG20241204083641.jpg

শুধু আমার একার না, কলেজের অধিকাংশ মানুষেরই এই জায়গাটা খুব পছন্দ। এখানে বড় একটি করে গাছ আছে। গাছের সাইডে সুন্দর করে গোলবেরি করা আছে, ক্লাসের অবসর সময় এই বেরিতে বসে অনেকে সময় অতিবাহিত করে।

IMG20241204083625.jpg

বিশেষ করে দেখা যায় গরমের সময় এ জায়গাটা অনেক ঠান্ডা থাকে। গরমকে অপেক্ষা করে একটু শীতল হওয়ার জন্য গোল হয়ে এখানে বসে সবাই আড্ডা দেয়। এটি ক্যাম্পাসের সকলের কাছে একটি পছন্দের জায়গা।

আরে এই জায়গাটি আমার অনেক বেশ পছন্দ। মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখন নিস্তব্ধ হয়ে একা একা এখানে বসে থাকি। এখানে বসে থাকলে যেন অন্যরকম একটা ভালো জায়গায় কাজ করে। এখানে বসে কলেজের আশপাশের পরিবেশ দেখতে খুব ভালো লাগে। আর বিশেষ করে এই জায়গাটি আমার ডিপার্টমেন্টের সাথে হওয়াতে আমার ডিপার্টমেন্টের সৌন্দর্য অনেক বেড়ে যায়। এবং এই জায়গাটি আমার ডিপার্টমেন্টকে আরো বেশি উজ্জ্বল করে তোলে।

IMG20241204083701.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

যদি কখনো আমাদের কলেজ আসেন, তাহলে অবশ্য এই জায়গাটিতে এসে দেখবেন, অবশ্যই আপনার ভালো লাগবে বলে আশা করি।

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95511.18
ETH 3313.19
USDT 1.00
SBD 3.30