পৃথিবীতে কিছু নাম না জানা ফুল গাছ রয়েছে যেগুলো নিয়ে কখনো আমরা চিন্তা করিনি।

in #blog9 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

কোন এক সকালে ফজরের নামাজ পড়ে হাতে ক্যামেরা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ছবি তোলার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেশ দূরে চলে এসেছি, কিছুদূর পর সামনে দেখতে পেলাম কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে। এই ফুলগাছ গুলোকে আমাদের গ্রাম্য ভাষায় বনফুল বলে থাকে অর্থাৎ বনে বসবাস করা ফুল। এই ফুলের নির্দিষ্ট কোন নাম আমার জানা নেই, ছোটবেলা থেকেই এই ফুল গাছগুলো আমি বাড়ির আশেপাশের আঙ্গিনায় দেখতে পেয়েছিলাম। ফুলগুলো দেখতে খুব সুন্দর হলুদ বর্ণের। বেশ কয়েকটি ছবি আমি তুলে নিয়েছি। আসলে গ্রামের পরিবেশটা এমনভাবে রয়েছে যে চারিপাশে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর, এবং অনেক অনেক বেশি মানসিক শান্তি পাওয়া যায়।

IMG_0042.jpg

এই ফুল গাছগুলো কারো লাগানোর প্রয়োজন হয় না। এই গাছে ফুল এবং ফল দুটোই হয়, সে ফল থেকে বীজ মাটিতে পড়ে অন্যান্য জায়গায় এই গাছ জন্মায়। এরকম আরো কিছু কিছু নির্দিষ্ট ফুল গাছ আছে সেগুলো আমাদের চারিপাশে সব সময় দেখা যায়। কিন্তু আমরা কখনো এগুলো নিয়ে চিন্তা করিনি, কারণ এগুলোর দ্বারা আমরা কখনো উপকৃত হইনি আর কোন উপকৃত হবোও না তাই আমরা এগুলো নিয়ে কোন চিন্তাভাবনা করি না। কিন্তু এ ধরনের প্রাকৃতিক দৃশ্য এ ধরনের খুব সুন্দর কিছু দেখার পর আমাদের চিন্তা করা উচিত যে এগুলো না থাকলে আমরা মানসিক শান্তি কিভাবে পেতাম। প্রাকৃতিকভাবে মানসিক যে শান্তিটা পাওয়া যায় সেটা অন্য কোনভাবে তা অনুভব করা যাবে না।

IMG_0028.jpg

For work I use:


ডিভাইস
Canon 90D
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Chandpur, Bangladesh
ছবি তোলা
বাহিরে

এই ছবিটা তুলেছিলাম আমাদের বাড়ির ঠিক সামনের দিকে একটি বড় করে গাছের শিকড়ের পাশে। আমি যতটুকু জানি এই ছোট্ট ঘাসের ফুলটি বড় হয়ে হয়তো কাশফুল অথবা তাদের প্রজাতির কোন কিছু জন্মাবে। ‌‌ এরপর বেশ অনেক অনেক ছবি আমি তুলেছি এগুলো সব কিছু নিয়ে বিস্তারিত আপনার সাথে কথা বলবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74993.05
ETH 2818.21
USDT 1.00
SBD 2.50