মিল্কি ওয়ের ছবি তোলার উদ্দেশ্যে ছাদে কিছু সময় কাটানোর মুহূর্ত।

in #blog9 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000049370.jpg

গতকাল সন্ধ্যায় আমি ছাদে গিয়ে মনটা ভালো ছিল। আকাশের দিকে তাকিয়ে রইল দেখলাম চাঁদের পাশাপাশি অনেক তারাও দেখা যাচ্ছে। সিদ্ধান্ত নিলাম আজকে যেভাবেই হোক তারা ছবি তুলতে হবে। এরপর আমি ফোন থেকে স্কাই অ্যাপ ডাউনলোড করে সেটা ওপেন করে দেখি যে মিলকিউয়ের সঠিক সময় কোনটা। এর আগামী ইউটিউবে একটি ভিডিও দেখে শিউর হয়ে নেই যে কোন অ্যাপ দিয়ে সঠিকভাবে মিল্কিওয়ে ভিউ দেখা যাবে। সবকিছু ঠিকঠাক করে আমি যেটুকু বুঝতে পারলাম যে রাত ৩ঃ০০ টা থেকে ৪ টার দিকে পশ্চিম আকাশে দেখা যাবে।

1000049369.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

রাত তিনটার দিকে ছাদে এসেছিলাম, এসে দেখলাম সূর্য পূর্ব আকাশ থেকে ডুবে গেছে, পশ্চিম আকাশে খেয়াল করে দেখলাম তেমন কিছু ঠিক করে দেখা যাচ্ছে না। হয়তোবা মেঘের কারণে সেটা প্রতিফলিত হচ্ছে। আমি স্কাই অ্যাপ এর ব্যবহার করে চেক করে নিলাম যে মিল্কি ওয়ে দেখা যাচ্ছে। অ্যাপস এর জানামতে পশ্চিম দিক থেকে উঠে গেছে। চেষ্টা করলাম কিছু ছবি তোলার জন্য। দুটির মতো ছবি আমি সুন্দরভাবে তৈরি করেছি।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 113932.84
ETH 4094.69
USDT 1.00
SBD 0.59