হালাল ভালোবাসা ♥♠

in #blog6 years ago

হালাল ভালবাসা

ধরেন আপনার কোন মেয়েকে ভাল লাগল।ভাল লাগতেই পারে।আপনি তাকে খুব পছন্দ করে ফেললেন।এখন কথা হলো ভাল লাগাটা কি শুধু মাত্র বাহ্যিক সৌন্দর্য দেখে হয়েছে?যদি উত্তর হ্যা হয় তাহলে নিশ্চিত থাকেন এটা ভাল লাগা না এটা হলো শয়তানের ধোকা আর সাময়িক মোহ কারন সৌন্দর্য চিরস্থায়ী না।এখোনি তাওবা করে ফিরে আসুন।

আর যদি ভাল লাগাটা কাজ করে তার তাকওয়া,দ্বীনদারি,পরহেজগারি দেখে তাহলে ঠিক আছে।এই পর্যন্ত আপনি ঠিক পথে আছেন।
পরের লেভেল টা কিন্তু খুব কঠিন এবং বিপদজনকও বটে। আপনার জন্য বিরাট এক পরীক্ষা অপেক্ষা করছে।প্রস্তুতি গ্রহন করুন।

ভালতো লেগেছে এখন কি করবেন?আপনার সামনে দুটি পথ খোলাঃ
১. আল্লাহর দেখানো পথ
২. তাগুতদের পথ।

আপনার মনে হতে পারে তাকে প্রেমের প্রস্তাব দেই,তার সাথে ডেটিং এ বের হই,রাত জেগে চ্যাটিং করি,ভাল ভাল পরামর্শ দেই,এক সাথে ঘুরতে বের হই,দ্বীনি আলোচনা করি,ইত্যাদি।নিশ্চিত থাকেন আপনি তাগুতদের পথ অনুসরণ করবেন।তাগুতদের কে আপনি আপনার আউলিয়া(বন্ধু/অভিভাবক) হিসেবে গ্রহন করছেন।সাময়িক ভাবে আপনি খুব মজা পাবেন;রাত জেগে কথা বলবেন,মজা পাবেন;এক সাথে ঘুরতে বের হবেন,মজা পাবেন;সে আপনাকে নামাযের কথা বলবে,উতসাহ পাবেন মজাও পাবেন,এরকম হাজারো মজার মজার উপাদান পাবেন।বিশ্বাস করেন প্রতিটি মজা আপনাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আপনার অজান্তেই।আপনি ক্রমাগত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন।আপনি হতাশার দিকে অগ্রসর হচ্ছেন।আপনি জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন।মজা নিয়ে,আনন্দ নিয়ে চিরস্থায়ী জাহান্নামের দিকে ছুটে চলেছেন।তাগুতসমূস আপনাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে।তার মানে এই পথ যে কোন মূল্যে পরিহার করতে হবে।যতই কষ্টবোধ হোকনা কেন?

তাহলে আপনি কি করবেন?

আপনার কাছে অন্য একটি অপশন কিন্তু বাকী আছে।আপনি সরাসরি তার অভিভাবকের কাছে (পরিবারে) বিয়ের প্রস্তাব পাঠাতে পারেন।আর প্রতি তাহজ্জুদে মহান প্রভুর কাছে দোয়া করতে থাকেন।আপনার কাজ এতটুকুই।আর এটাই হল আল্লাহর পছন্দনীয় পথ।আপনি যদি এই পর্যন্ত করে থাকেন,আপনি নিশ্চিত থাকেন আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে গ্রহন করবেন আর তিনি (আল্লাহ) আপনার প্রতিটি কষ্টবোধ, প্রতি রাতের তাহাজ্জুদ,প্রতি রাতের দোয়া, প্রতিদিনের সবরের উত্তম বিনিময় দিতে থাকবেন ইনশাআল্লাহ ।আপনি অভিভাবক (অলি)হিসেবে একমাত্র আল্লাহকে মনোনীত করেছেন।আপনার অভিভাবক আপনাকে নিজ কুদরত দ্বারা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন।আর এটাই মুক্তির পথ। এটাই ভালবাসার পথ।

এখন কথা হলো এইক্ষেত্রে মেয়ের পরিবারের দ্বায়ীত্ব কি হবে? তাদের দ্বায়ীত্ব হলো আপনার চরিত্র,তাকওয়া,দ্বীনদারি,পরহেজগারি বিষয়ে খোজ খবর নেয়া।ইসলাম আমাদের শিক্ষা দেয় যদি কোন অভিভাবকের কাছে তার মেয়ের জন্য কোন মুত্তাকী(তাকওয়া সম্পন্ন),পরহেজগার ছেলে প্রস্তাব পাঠায় সেই প্রস্তাব ফিরিয়ে না দেয়া।বরং হুকুম করা হয়েছে ঐ রকম ছেলের সাথে মেয়ের বিবাহ সম্পন্ন করে দেয়ার জন্য।আহ!কত সুন্দর ইসলাম।

ভাই আপনি আল্লাহর ভয়ে হারাম প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব দিলেন আর প্রতি তাহাজ্জুদে দোয়াও করলেন কিন্তু আপনার প্রস্তাব ফিরিয়ে দেয়া হলো।কি করবেন?
মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।এই জন্য যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন।কারন আপনার প্রস্তাব ফিরিয়ে দেয়া মানে ঐ অভিভাবক হয়ত এখনো দ্বীন হতে গাফেল আছে।হয়ত আপনি অন্ধকারের দিকে হাটা দিয়েছিলেন, আল্লাহ তার নিজ কুদরত দ্বারা আপনাকে রক্ষা করেছেন।কারন আল্লাহই ভাল জানেন কিসে আপনার মঙ্গল আর কিসে আপনার অমঙ্গল ?কারন আল্লাহু সুবহানাহু তায়লা আপনার একমাত্র রব, খালিক ও মালিক।

সব ভুলে গিয়ে আপনি আপনার রবের দিকে ফিরুন।সম্পূর্ণ ভাবে ইসলামের ভেতর প্রবেশ করুন।আল্লাহই আপনাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ।

শেষ করব কোরানের একটি আয়াত দিয়েঃ

اللَّهُ وَلِىُّ الَّذِينَ ءَامَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمٰتِ إِلَى النُّورِ ۖ وَالَّذِينَ كَفَرُوٓا أَوْلِيَآؤُهُمُ الطّٰغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمٰتِ ۗ أُولٰٓئِكَ أَصْحٰبُ النَّارِ ۖ هُمْ فِيهَا خٰلِدُونَ
"যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরী করে, তাদের অভিভাবক হল তাগূত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।"(২:২৫৭)

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.031
BTC 69345.27
ETH 3816.44
USDT 1.00
SBD 3.67