সুনাসিনী

in #blog7 years ago

বিষণ্ণতায় হাসির প্রলেপ লাগিয়ে
তুমি কষ্টকে আড়াল করো।
দুঃস্বপ্নের পড়ে তুমি থমকে বসো,
যেনো স্বপ্নে ছিলে তুমি নিন্দিত।
আধারে তুমি বিনয়ি হও,
আলো ফিরলে তবে কেন অন্ধ।
লুকিয়ে থাকো একলা ঘরে
ঘরের সব দরজা রেখেছো তুমি বন্ধ।

হে সুহাসিনী,
আর কত থাকবে পড়ে ঘরের কোনে
চোখটাও তোমার বন্ধ।
তুমি বাইয়ে একটু দেখ
কাদছে আকাশ আজ তোমার জন্য ।
থমকে পৃথিবী তোমার শূন্যতার জন্য।
তবে কেন তুমি আজ ক্লান্ত!!
জানিয়ে দাও তোমার অগ্রাধিকারের মূল্য।
জানিয়ে দাও তোমার অস্তিত্বের মূল্য।
কার জন্য তুমি ছিলে নিন্দিত,
কার আশায় তুমি ছিলে পথভস্থ।
কোন ভুল ছিলনা তোমার
তুমি ছিলে নিষ্পাপ অরণ্য।
তবে কেনো তুমি আজ ক্লান্ত!!
জানিয়ে দাও তোমার অগ্রাধিকারের মূল্য।
জানিয়ে দাও তোমার অস্তিত্বের মূল্য।

( আধুনিক সমজে আজও নারীরা অবহেলিত। এই অবহেলায় কবলে পড়ে তারা জড় হয়ে বেঁচে থাকে মৃতের মতই। একটু সাহস দেয়ার মত সমাজের কেউ নেই তখন। তারা সমাজের চাপে ভুলে যায় তাদের অধিকার আদায়ের অতীত ইতিহাস। )

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110494.98
ETH 4303.16
USDT 1.00
SBD 0.83