আখেরি চাহার সম্বা
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সব সময় আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট শেয়ার করার চেষ্টা চালিয়ে যায় আর সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আপনাদের মাঝে তেমন একটা নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছে। আপনারা হয়তোবা অনেকেই লক্ষ্য করে দেখেছেন যে গতকালকে মুসলমান ধর্মের একটা বড় আনন্দের দিন ছিল। আসলে এই দিনে ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাঃ রোগ মুক্তি লাভ করেছিল আর এই জন্যই বর্তমান সময়ে এই দিনটাকে বাংলাদেশের সাধারণ ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। অনেকে লক্ষ্য করে দেখেছেন এই তিনটাতে দেশের বিভিন্ন জায়গাতে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি ছিল কিন্তু আমরা একটু ভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলাম। ছুটির এই দিনটাতে আমরা একটা দোয়ার মাহফিলের আয়োজন করেছিলাম।
আমাদের এই দোয়ার অনুষ্ঠানের জন্য আমরা স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের আসার জন্য আগে থেকেই বলে দিয়েছিলাম তাই তারা নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে উপস্থিত হয়েছিল। এই দিনে আমরা ক্লাসের কার্যক্রম পরিচালনা করেছিলাম না শুধুমাত্র দোয়ার অনুষ্ঠান টাই পরিচালনা করেছিলাম এই দিনে। আমি লক্ষ্য করে দেখলাম ছাত্র-ছাত্রীরা ও আমাদের ডাকে সাড়া দিয়েছে আর তারাও আমাদের সাথে দোয়ার অনুষ্ঠানে নিজেদের অংশগ্রহণ করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই বিদ্যালয়ে উপস্থিত হতে পেরেছে।
এই অনুষ্ঠানে আমাদের স্কুলের শিক্ষকেরা সেই দিনের ইতিহাস সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে প্রথমে অবগত করেছিল আর আমরা এর পর এই দোয়ার অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলাম। দোয়ার অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে ছাত্রছাত্রীদের জন্য সামান্য ওলিমার ব্যবস্থা করা হয়েছিল। এই দিনটা আপনারা কেমন ভাবে উদযাপন করেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে ।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile Posted using SteemMobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
Curated by: chant
Wow, @mostafezur001! What a heartwarming post! It's so inspiring to see your school community coming together to observe such an important day. The photos perfectly capture the spirit of the event, especially the students participating in the prayers. Organizing a special event like this, instead of just taking a holiday, really shows dedication and a commitment to your students' education and spiritual growth. I especially love that you shared the history of the day with the students. How did the students react to the history lesson and the significance of the day? Thanks for sharing this positive initiative with the Steemit community! I'm sure it will inspire others. Keep up the fantastic work!
সত্যি, এই ছোট শিক্ষার্থীদের এমন আনন্দের দিনে এমন ভাবে উদযাপন করছে দেখে ভালো লাগলো।
https://x.com/mostafezurr001/status/1960237956633100455?t=ARiqV8b5pLrpIifRHTa7WA&s=19
https://x.com/mostafezurr001/status/1960238453540659466?t=GKB6p4OUAClTjDELQ_9Low&s=19
https://x.com/mostafezurr001/status/1960239154287055341?t=6eA3vp6Vfo60POfa4AjmQg&s=19