অনলাইনে সিকিউর কেন থাকব? Bangla(My Mother Language) Blog ! Episode#01

in #blog7 years ago (edited)

হ্যালো বাংলাদেশি স্টিমিয়ান্সরা! আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আমি প্রতি বৃহস্প্তিবার এবং সোমবার এই এপিসোড নিয়ে লিখব। এই এপিসোডের নির্দিষ্ট কোন নাম নেই, তবে "বাংলা ব্লগ বলা যেতে পারে" । আমি যেকোন পজিটিব টপিক নিয়েই লিখব, বাংলায় লিখব অবশ্যই। যেহেতু বাংলা ভাষার অনেক মানুষ আস্তে আস্তে স্টিমিটে রেগুলার হচ্ছে। তাই আমি প্রতি সপ্তাহ দুটি আর্টিকেল বাংলায় দেওয়ার চেষ্টা করব।

আজকের টপিক হল - অনলাইনে কেন আমরা সিকিউর থাকব?

6.jpg
Image Source

আমরা বর্তমান এই টেকনোলজির যুগে অনলানে নিজেদের কে অনেক বেশি ব্যাস্ত করে ফেলছি। একটা সময় আমরা অনলাইন কি জিনিশ অনেকেই জানতামনা, বুঝতামও না। এখন আমাদের দৈনন্দিন জীবনের অনেকটা সময় এই অনলাইনে কেটে যাচ্ছে। আমরা এই অনলাইনকে এত বেশি আপন করে নিচ্ছি যে, যেকোন ভাল খারাপ সব কিছুর আপডেট এই অনলাইন থেকেই পাচ্ছি, আবার দিচ্ছিও।

নিজেদের অনেক পারসোনাল কথা বার্তাও ফেসবুক/টুইটার/মেসেঞ্জার/টেলিগ্রাম/ ইত্যাদির মাধ্যমে করে থাকি। অনেকে আর্থিক লেন দেনের কথা বার্তাও অনলাইনে এখন করে থাকি।
এত গুরুত্বপূর্ণ ভাবে আমরা যেহেতু এই অনলাইন প্লাটফর্মকে ইউজ করছি, তাই আমাদের সকলের উচিৎ, অনলাইনে নিজেদেরকে সিকিউর রাখা।

অনলাইনে নিজেকে সিকিউর রাখা বলতে কি বুঝানো হচ্ছে ?

আমি কিছু প্রশ্ন, আর উত্তরের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আপনাকে যদি প্রশ্ন করা হয় - আপনার ফেসবুক প্রোফাইল কতটুক সিকিউর? আপনার ফেসবুক প্রোফাইল কি "টু ফেক্টোর" ভেরিফিকেশন অন করে রেখেছেন?

যদি উত্তর গুলো নেগেটিভ হয়ে থাকে - তাহলে আপনি আনসিকিউর অবস্থায় আছেন। যত দ্রুত সম্ভব এই কাজ গুলো ১০০% করে রাখুন। আমি শুধু ফেসবুক দিয়ে বুঝালাম। এভাবে আপনার অনলাইনে যে কোন সোসাইল মিডিয়া গুলো, টু ফেক্টোর ভেরিফিকেশন এনাবেল করে রাখবেন। এখন প্রতিটা সোসাইল মিডিয়াতে টু ফেক্টোর ভেরিফিকেশন সিস্টেম অন করা যায়। শুধু একটু খুঁজলেই পেয়ে যাবেন।

এভাবে আপনার গুরুত্বপূর্ণ জিমেল একাউন্টিকেও ১০০% সিকিউর রাখবেন। আপনি যদি অনলাইনে নিজেকে সিকিউর রাখতে চান, তাহলে আপনার এই ব্যাপারে নলেজ রাখা সবার আগে দরকার। যদি জেনে না থাকেন টু ফেক্টোর ভেরিফিকেশন কি জিনিশ? তাহলে বলবো ইউটিউব সার্চ করে জেনে নিন।

অনলাইনে নিজেকে ভাল একটি পজিশনে দেখার জন্য আগে নিজেকে সিকিউর রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাকারদের হাতে যেন কোন ভাবেই আপনার মূল্যবান ইনফরমেশন গুলো ট্রান্সফার হয়ে না যায়, তাই অনলাইনে নিজেকে সিকিউর রাখা সবার প্রথম কাজ।

ধন্যবাদ সবাইকে। আর্টিকেলটি পড়ার জন্য। কোন প্রস্তুতি ছাড়াই যা নলেজ থেকে আসছিল তাই লিখেছি। সামনে থেকে গুছিয়ে লিখার চেষ্টা করব। কথা হবে অন্য কোন টপিক নিয়ে।

ভাল লাগলে ভোট দিবেন,প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর পরবর্তি আর্টিকেল পেতে অবশ্যই আমাকে এখান থেকে ফলো করতে ভুলবেন না।

বাংলা ব্লগে দেখা হবে আগামী সোমবার ...!!!

Sort:  

Very good article. Keep up the weekly episode coming .

Now,my feeling is good for your comment. Thanks for supporting me.
It would be easy for me to protect Bengali episodes(Insha allah)

Continue the presentation our language. good luck freind.

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টে কমেন্ট করেছেন। এতে আমি অনেক খুশি। আপনার স্টিমিট পথ চলা আরো অনেক বেশি ভাল হোক এই কামনাই করি ।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 119745.02
ETH 4461.25
SBD 0.77