কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েছিলাম বেস্ট বাই সুপার শপে।।
প্রিয়, পাঠকগণ,আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
বাড়ি থেকে আসার পরে দেখি, আমাদের রুমের কিছু জিনিসপত্র দরকার। এগুলো কেনার জন্য নরমাল দোকান গুলোতে যাই। কিন্তু সেখানে আমাদের মন মত জিনিসগুলো পাচ্ছিলাম না। তাই বাধ্য হয়ে আমরা মিরপুর 1 বেস্ট বাই সুপারসোপে যায়। সেখানে এমন কোন জিনিস নাই যা পাওয়া যায় না।
এ ধরনের সুপার শপগুলো আমাদের জীবনযাত্রার মান আরো বাড়িয়ে দিয়েছে। এ দোকানগুলোতে গেলে দেখা যায়, প্রতিটা জিনিস প্রতিটা ধাপে সুন্দর করে সাজানো আছে। যার ফলে প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে পেতে কিরে তার জন্য সহজ হয়ে যায়। এবং তার ভোগান্তি টা অনেকটা কমে যায়।
আমরা গিয়েছিলাম আমাদের রুমের একটি বিছানার ঝাড়ু কিনতে। অনেকগুলো ঝাড় আমরা ওখানে দেখতে পাই, কিন্তু তাদের দামটা ছিল অনেক বেশি। তখন নিজের মনের মাঝে খুবই হাসি লাগতেছিল, কারণ গ্রামাঞ্চলে যে জিনিসপত্রের কোন দাম ছিল না, আজ দেখি সেগুলোর দাম আকাশচুম্বি।
যেহেতু জিনিসটা আমাদের অনেক দরকার ছিল। তাই বাধ্য হয়েছে ছুটি নিতে হয়। আর জিনিসপত্রের দাম এত বেশি হওয়ার কারণে এই ধরনের সুপার সবগুলোতে নিম্নলিখিত ও মধ্যবিত্ত মানুষের আনাগোনা খুবই কম দেখা যায়।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@dreamlife10 |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
সর্বোপরি সুপার শপ আমাদের জীবনযাত্রার উন্নত করছে। তবে তাদের প্রতি আমার একটা পরামর্শ হলো, যতটা সম্ভব হয় জিনিসপত্রের দাম কমিয়ান। যার ফলে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে।