একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা কিভাবে গড়ে ওঠে।। শেষ পর্ব।।

in #blog4 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

তাঁদের সত্য হওয়ার ব্যাপারে কী সন্দেহ হতে পারে? তবে সে সকল মহাপুরুষের শিক্ষা-দীক্ষায় মূর্তিপূজা বা একাধিক উপাস্যের উপাসনা করার সুযোগ রয়েছে দেখা যায়, তাঁদের শিক্ষায় বিকৃতি ঘটেছে। অথবা তারা আল্লাহপাকের প্রেরিত নবী-রাসূল নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সে সকল নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, তাঁদের সকলের শিক্ষাই বিকৃতির শিকার হয়েছে, তাঁদের শিক্ষার বিরাট অংশই বিকৃতি ও পরিবর্তন-পরিবর্ধনের শিকার হয়েছে। এ এক পরম সত্য।

IMG20240906170418.jpg

পূর্ববর্তী সকল নবী-রাসূলের মুখে এবং তাঁদের উপর নাযিলকৃত কিতাবে শেষ নবীর আগমনবার্তা উচ্চারিত হয়েছে। সেই বার্তায় শেষ নবীর আগমন এবং তাঁর পরিচয়ও বলা হয়েছে। এও বলা হয়েছে যে, তাঁকে পাওয়ার পর অতীতের সকল শরীয়ত, প্রেরিত জীবনবিধান ধর্মের রীতিনীতি, বিধিবিধান ছেড়ে কেবল তাঁকেই অনুসরণ করতে হবে। তাঁর প্রতি প্রেরিত কিতাব ও দ্বীনই সকলে মেনে চলতে হবে।

IMG20240906170448.jpg

ইসলাম সত্য দ্বীন। এর একটি বড় প্রমাণ হলো, অতীত কালের দ্বীনী কিতাবগুলোতে বিপুল বিকৃতি সত্ত্বেও আল্লাহ তা'আলা এ তথ্য হারিয়ে যেতে দেননি। এর উদ্দেশ্যে, কেউ যেন বলতে না পারে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী একথা আমরা জানতাম না। বেদে তাঁকে নরাশংস, পুরাণে কল্কি-অবতার, বাইবেলে ফারাকলি, বৌদ্ধধর্ম গ্রন্থে আখেরি বৌদ্ধ শব্দে স্মরণ করা হয়েছে। এসব ধর্ম গ্রন্থে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, জন্মতিথি, সময় ও বহু লক্ষণের কথা উল্লেখিত হয়েছে।

IMG20240906170309.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@dreamlife10
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি।আগামী দিন আবারো দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.28
JST 0.042
BTC 104956.85
ETH 3880.98
SBD 3.32