গ্রামাঞ্চলে ছাগল পালনের মাধ্যমে গ্রামের নারীরা আয়ের উৎস খুঁজে পায়।।
প্রিয়, পাঠকগণ,আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
ছাগল পালন একটি অর্থকরী কাজ। ছাগল পালানোর মাধ্যমে গ্রামের মহিলারা অনেক টাকা অর্জন করে থাকে। আমাদের দেশে গ্রামাঞ্চলে মহিলাদের কর্মের তেমন কোনো ক্ষেত্র নাই। তারা বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল পালন করে সংসারের উন্নতির কাজে লাগায়। প্রতিটি বাড়িতে দেখা যায় কয়েকটি করে ছাগল থাকে।
ছাগল আমাদের গ্রাম অঞ্চলের পরিবার গুলোর উন্নতির ছাদ পাশাপাশি আমাদের দেশে আর্থিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বর্তমান ছাগলের গোশতের দাম অনেক বেশি এর দাম বৃদ্ধির অন্যতম কারণ হলো আমাদের দেশের সিন্ডিকেট ব্যবস্থা। এ ব্যবস্থাকে অতিক্রম করতে পারলে, আমাদের দেশের সাধারণ মানুষের জন্য এটি সহজলভ্য হয়ে দাঁড়াবে।
ছাগলের মাংসের মাধ্যমে আমাদের দেশের আমিশের অভাব পূরণ করা হয়। যা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরী।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@dreamlife10 |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
ছাগল পালনে খরচ অনেক কম। কেননা ছাগল পালন করতে আমাদের তেমন কিছুই লাগেনা, গ্রাম অঞ্চলের দেখা যায় ছাগল ছেড়ে রাখলে তাদের খোরাকের ব্যবস্থা হয়ে যায়। যার ফলে ছাগল পালনকারীর খরচ অনেক কমে যায়।