আমার নিজের লেখা গল্প।। মায়ের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসা।। পর্ব-০৪

in #blog2 months ago (edited)

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,

ঘেন্নায় তার পেঁচার মতো চোখে আগুন ছোটে।

'এই কুত্তীর বাচ্চা!' মাথা মাথা খাড়া করে এগিয়ে যায়, চিৎকার করে বলে, 'আয় না দেখি, কোন্ শালার মরার সাধ হয়েছে...' ও সাধ কারো নেই।

ভাসভ কথা বড় একটা কয় না। পুলিশ হোক, বড় বড় অফিসার, ওপরওলা যেই হোক, সব্বাইকে বলে কুত্তীর বাচ্চা। ওটা ওর মুখের বুলি। বৌকে কুত্তী

ছাড়া ডাকে না। 'এই কুত্তী! আমার প্যান্টটা ছিঁড়ে একশা হল যে...'

ছেলে পাভেলের তখন চোদ্দ বছর বয়েস। বাপ কেন জানি একদিন তেড়ে এসে ঝুঁটি ধরতে গেল তার। ছেলে একটা ভারি হাতুড়ি তুলে বলল:

'গায়ে হাত দিয়েছ তো...'

IMG20240804081009.jpg

বার্চ গাছের ওপর মেঘের ছায়া যেমন উদ্যত হয় তেমনিভাবে ছেলের দীর্ঘ পাৎলা দেহটার সামনে খাড়া হয়ে ভাসভ বলল, 'অ্যাঁ এদ্দুর!'

হাতুড়ি ওঠায় পাভেল, 'বাস্, ঢের গুঁতোনি খেয়েছি, আর না!'

ছোট্ট একটু হাসি ছিটকে বেরয় তার মুখে।

'আচ্ছা, আচ্ছা...'

তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল:

'সাধে কি আর কুত্তীর বাচ্চা বলি...'

কিছুক্ষণ পরে বৌকে গিয়ে বলল:

'আমার কাছে আর টাকা-পয়সা চাইবি না। তোর ছেলের অন্ন খাবি এখন থেকে...'

সাহস করে জবাব দেয় বৌ, 'আর তুমি টাকাগুলো মদের গেলাসে ফুঁকবে, তাই না?'

'তোর তাতে কী রে, কুত্তী! আমি মেয়েমানুষ রাখব...'

মেয়েমানুষ রাখেনি ও। কিন্তু এরপর যে দুটো বছর বেঁচে ছিল ছেলের সঙ্গে একটি কথাও কয়নি আর তাকে যেন দেখতেও পায়নি।

IMG20240804080911.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@dreamlife10
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
মাঠে
একটা কুকুর ছিল ভ্লাসভের, মালিকের মতোই তার বিরাট লোমশ দেহ। প্রতিদিন যাবার সময় কারখানা পর্যন্ত সঙ্গে সঙ্গে যেত আর সন্ধেবেলায় গেটের সামনে গিয়ে প্রভুর অপেক্ষায় বসে থাকত। ছুটির দিনগুলো শুঁড়িখানায় ঘুরে ঘুরে বেড়াত ভ্লাসভ। কথা বলত না কারো সঙ্গে, কেবল মানুষ মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টির আঁচড় দিত যেন খুঁজছে কাউকে। কুকুরটা তার ঝাঁকড়া লেজ ঝুলিয়ে দিনমান প্রভুর পায়ে পায়ে ঘুরত। রাত্তিরে মাতাল হয়ে বাড়ি ফিরে ভাসভ খেতে বসে নিজের পেয়ালায় খাওয়াত কুকুরটাকে। কোনও দিন ওটাকে গাল দেয়নি, ধরে ঠ্যাঙায়নি, অথচ আদরও করেনি। খাবার পর বাসনকোসন সরাতে স্ত্রীর যদি একটু দেরি হয়েছে, টান মেরে সব মেঝেতে ফেলে দিয়ে এক বোতল ভদ্‌কা সামনে নিয়ে দেয়ালে হেলান দিয়ে, চোখ বুজে, মুখ এতখানি হাঁ করে গান জুড়েছে। সে কী গান! সেই একঘেয়ে হেঁড়ে গলায় আঁতকে উঠত মানুষ

চলবে..........

ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 66256.41
ETH 2643.78
USDT 1.00
SBD 2.68